TRENDING:

West Bardhaman News: শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই স্কুলের পড়ুয়া সংখ্যা মাত্র ১১!

Last Updated:

ধুঁকতে ধুঁকতে কোনরকমে অস্তিত্ব ধরে রেখেছে আসানসোলের দুর্গা প্রাইমারি স্কুল। আর চার বছর পর ১০০-তে পা দেবে এই বিদ্যালয়টি। কিন্তু সেখানে পড়ুয়ার সংখ্যা মাত্র ১১

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: একটা সময় যে স্কুলে পড়ুয়াদের লড়াই করতে হতো আসন পাওয়ার জন্য, আজকে সেই স্কুল লড়াই করছে পড়ুয়া পাওয়ার জন্য! হাতেগোনা কয়েকজন পড়ুয়া নিয়ে চলছে শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা আসানসোলের দুর্গা প্রাইমারি স্কুল। আর মাত্র চার বছর পর‌ই শতবর্ষের মাইলফলক ছুঁয়ে ফেলবে সরকারি সাহায্যপ্রাপ্ত এই বিদ্যালয়টি। কিন্তু পড়ুয়ার অভাবে আজ রীতিমতো ধুঁকছে এসে। সারাদিন খাঁখা করে গোটা স্কুল।
advertisement

আসানসোলের তালপাকুরিয়া এলাকায় অবস্থিত দুর্গা প্রাইমারি স্কুল। এর পথচলা শুরু করেছিল ১৯২৭ সালে। এটি আসানসোলের সবথেকে পুরনো সরকারি সাহায্যপ্রাপ্ত হিন্দি মাধ্যম স্কুল। কিন্তু আজ সেখানে পড়ুয়ার সংখ্যা মাত্র ১১ জন। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এখানে পড়াশোনা হয়। এদিকে ১১ জন পড়ুয়ার মধ্যে সকলে রোজ উপস্থিতি থাকে না। মাত্র দু'জন শিক্ষক নিয়ে কোন রকমে চলছে স্কুলটি।

advertisement

আরও পড়ুন: ছোট্ট টেডি উপহার দিয়ে ভালবাসার মানুষকে জানান প্রতিকী আদর

কিন্তু হঠাৎ কেন এমন করুণ দশা হল এই স্কুলের? অনেকের ধারণা পাশ দিয়ে চলে যাওয়া জাতীয় সড়ক এর প্রধান কারণ। জাতীয় সড়ক পেরিয়ে অভিভাবকরা সন্তানদের আর স্কুলে পাঠাতে চান না। তাছাড়া আশপাশে আরও কয়েকটি হিন্দি মাধ্যম স্কুল তৈরি হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করার সুযোগ আছে। ফলে অভিভাবকরা চাইছেন এক‌ই স্কুলে সন্তান প্রথম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করুক। এই কারণে আরও‌ই ছেলেমেয়েরা দুর্গা প্রাথমিক স্কুলে ভর্তি হচ্ছে না বলে ধারণা করছেন অনেকে।

advertisement

View More

কিন্তু শতাব্দি ছুঁতে চলা এই প্রাচীন বিদ্যালয়টির করুন দশা মেনে নিতে পারছেন না অনেকেই। সকলেই চাইছেন শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা স্কুলটির হাল ফিরুক। বিদ্যালয়ের যে দু'জন শিক্ষক রয়েছেন তাঁরাও প্রতিদিন ছাত্র-ছাত্রী ভর্তি করার জন্য প্রচার চালান। কিন্তু এই স্কুলের হাল কি আদৌ ফিরবে? উত্তর জানা নেই। তবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জু কুমারী দেবী বা অপর শিক্ষক চেষ্টায় কোন‌ও ত্রুটি রাখছেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই স্কুলের পড়ুয়া সংখ্যা মাত্র ১১!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল