আরও পড়ুন: টানা বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে ফসলের গোড়ায়, মাথায় হাত কৃষকদের
বন্দে ভারতের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আসানসোল, রানিগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, পানাগড়ে রেলের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন্দে ভারতকে স্বাগত জানাতে আসানসোল স্টেশনে এসেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। অন্যদিকে দুর্গাপুরে বন্দে ভারত এক্সপ্রেসকে স্বাগত জানান সাংসদ এস এস আলুওয়ালিয়া। আট কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে সপ্তাহে ৬ দিন। ট্রেনটি পাটনা থেকে ছাড়বে সকাল ৮ টা নাগাদ। আবার হাওড়া থেকে বিকেল ছেড়ে ট্রেনটি রাতে পাটনা পৌঁছবে।
advertisement
এই বিষয়ে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই এলাকার মানুষ বহুদিন অপেক্ষা করছিল বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। এতদিন বাংলায় অন্যান্য রুটে বন্দে ভারত এক্সপ্রেস চললেও এই রুটে ছিল না। কিন্তু এবার মানুষের কাছে সেই সুযোগ এসে গেল। এই ট্রেনের সুফল পাবেন আসানসোল, দুর্গাপুর সহ বাঁকুড়া, বীরভূমের মানুষজনও। তাঁরা কম সময়ে এখান থেকে হাওড়া পৌঁছে যেতে পারবেন। এক্ষেত্রে লাক্সারি বাসে যেতে যে ভাড়া খরচ করতে হয় বন্দে ভারতে এক্সপ্রেসও তেমনই খরচ হবে। ফলে নতুন বন্দে ভারত এই রুটের যাত্রীদের কাছে এক আরামদায়ক সফরের অনুভূতি এনে দেবে।
নয়ন ঘোষ