সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের ধাওয়া করে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ব্যবসায়ীর কাছে ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যে দুষ্কৃতী দলের সদস্যদের গ্রেফতার করেছে শ্রীপুর ফাঁড়ির পুলিশ।
জানা গিয়েছে, একেবারে ফিল্মি কায়দায় ধুম মাচা দে স্টাইলে, ছিনতাই করে চম্পট দেওয়া দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়েছে। দুটি বাইকে থাকা ৪ সদস্যের দুষ্কৃতী দলের তিন জনকে সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ। সূত্রের খবর, গত মঙ্গলবার দুপুরে ছিনতাই এর ঘটনার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ প্রশাসন সক্রিয় থাকায় ও সিসিটিভি ফুটেজের বিষয়গুলি লক্ষ্য করে এই সাফল্য পেয়েছে।
advertisement
আরও পড়ুন - Paschim Bardhaman News: যে চানাচুর খাচ্ছেন সেটা বুঝেশুনে খাচ্ছেন তো! পাওয়া গেল নকল চানাচুর তৈরির কারখানা
আরও পড়ুন - West Bengal Weather Update: বৃষ্টির চোখ রাঙানি একাধিক জেলায়, ফের ফিরবে শীতের ঠান্ডা ,রইল ওয়েদার আপডেট
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, অন্ডাল থানার বনবহাল ফাঁড়ি এলাকায় রানীগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ছিনতাই এর ঘটনা হয়। আর এই খবর বনবহাল ফাঁড়ি হয়ে, অন্ডাল থানায় খবর পৌছতে না পৌঁছতেই, সবকটি থানার পুলিশ সতর্ক হয়ে যায়। খবর যায় জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকাতেও। বিষয়টি শ্রীপুর ফাঁড়ির আইসি শেখ রিয়াজউদ্দিন এর কাছে পৌঁছতেই, তিনি ফাঁড়ির মধ্যে থাকা সিসিটিভি ফুটেজ নজর দিয়ে দুই বাইক চালকের গতিবিধি রহস্যজনক লক্ষ্য করেন। তাদের ছবি সংগ্রহ করেই এসেছে সফলতা। পুলিশ চাঁদা মোড়ের কাছে তাদের গতিবিধির লক্ষ্য করে অভিযান চালাতেই, দুষ্কৃতীরা বাইক ছেড়ে দৌড় লাগাতে শুরু করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে, তিন অভিযুক্তকে পাকড়াও করেছে। পুলিশ সূত্রে খবর, জেলা জুড়ে লাগানো বিভিন্ন থানা এলাকায় সিসিটিভি ক্যামেরাগুলি এবং পুলিশের সক্রিয়তার জন্যই বারবার এই সাফল্য আসছে।





