TRENDING:

Didir Doot|| এক সময় শিক্ষকতা করেছেন, 'দিদির দূত' হয়ে সেই স্কুলে গেলেন মন্ত্রী, নিলেন ক্লাস

Last Updated:

Didir Doot: নিজের পুরনো স্কুলে শিক্ষকের ভূমিকায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। একসময় এই স্কুলেরই শিক্ষক ছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: এক অন্য ছবি দেখল কাঁকসা। হঠাৎ বিধানসভা ছেড়ে গ্রামের স্কুলে শিক্ষকতা করতে হাজির হলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। ক্লাস করালেন একাদশ শ্রেণীর পড়ুয়াদের। শুনলেন পড়ুয়া এবং শিক্ষকদের অভিযোগ। এমনই ছবি দেখা গেল কাঁকসার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে। সেখানে শিক্ষকের ভূমিকায় দেখা গেল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে।
advertisement

বুধবার 'দিদির দূত' হয়ে কাঁকসার গোপালপুরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দলের কর্মী সমর্থকদের বাইকে চেপে গ্রামে গ্রামে ঘোরেন। মানুষের সঙ্গে দাঁড়িয়ে কথাও বলেন তিনি। শোনেন তাদের বিভিন্ন সমস্যার কথা। সবকিছুই লিপিবদ্ধও করে নেন। পাশাপাশি সমস্ত সমস্যাই দ্রুত সমাধানের আশ্বাসও দেন মন্ত্রী। এরপরই প্রদীপ মজুমদার সটান হাজির হন গোপালপুর উচ্চ বিদ্যালয়ে।

advertisement

আরও পড়ুন: বেপরোয়া বাইক স্কুল ছাত্রকে ধাক্কা মেরে পিষে দিল ৬ জনকে!

একসময় এই স্কুলে শিক্ষকতা করতেন প্রদীপবাবু। নিজের সেই পুরনো স্কুলে গিয়ে একাদশ শ্রেণির পড়ুয়াদের সঙ্গে কথা বলতে শুরু করেন। তাদের ক্লাসও নেন। শোনেন বিভিন্ন সমস্যার কথা। পাশাপাশি মিড ডে মিল নিয়ে কোন‌ও সমস্যা আছে কিনা সে বিষয়েও জানতে চান পঞ্চায়েত মন্ত্রী। শুনেছেন শিক্ষকদের অভিযোগও।

advertisement

View More

এদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে শিক্ষকের ভূমিকা পেয়ে খুশি পড়ুয়ারা। মন্ত্রীকে আবার শিক্ষকের ভূমিকায় পেয়ে খুশি এলাকার মানুষও। অনেকেই স্থানীয় বিধায়ক হিসেবে প্রদীপ মজুমদারের ভূমিকার প্রশংসা করেন। পঞ্চায়েত মন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদে থেকেও, তিনি যেভাবে সাধারণ মানুষের দরজায় পৌঁছে সকলের কথা শুনেছেন, সেই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নয়ন ঘোষ

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Didir Doot|| এক সময় শিক্ষকতা করেছেন, 'দিদির দূত' হয়ে সেই স্কুলে গেলেন মন্ত্রী, নিলেন ক্লাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল