আরও পড়ুন: হরিণ মারার অভিযোগে গ্রেফতার ১
অন্যদিকে আসানসোলের কল্যা এলাকায় আরও একটি রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও এই রাস্তাটি তৈরি করা হবে জেলা পরিষদের উদ্যোগে। কল্যা পঞ্চায়েত এলাকায় হবে ৪০০ মিটারের একটি ঢালাই রাস্তা। জানা গিয়েছে, কল্যা পঞ্চায়েতের অন্তর্গত ঢেড়সপুর গ্রামে ৪০০ মিটার ঢালাই রাস্তাটি তৈরি করা হবে। জেলা পরিষদের ফান্ড থেকে ৩৪ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয় হবে এই রাস্তা তৈরিতে। উল্লেখ্য, এলাকার মানুষের বহু দিনের দাবি ছিল রাস্তা দুটি তৈরির জন্য। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।
advertisement
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের জন্য বেশ কিছুদিন ধরে গ্রামীণ এলাকাগুকিতে উন্নয়নের কাজ বন্ধ ছিল। পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। বৃষ্টিতে বিভিন্ন জায়গায় রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই সেই সমস্ত রাস্তাগুলি মেরামতের দাবি উঠছিল। যে সব রাস্তার একেবারেই বেহাল অবস্থা সেগুলোর জায়গায় নতুন রাস্তা তৈরির দাবিও উঠছিল। মানুষের সেই দাবি মেনেই নতুন দুটি রাস্তা তৈরির কাজ শুরু হল বারাবনি বিধানসভা এলাকায়।
নয়ন ঘোষ






