প্রতিযোগিতায় স্থানাধিকারীদের জন্য ছিল আর্থিক মূল্যের পুরস্কার। তবে এই ম্যারাথনের মূল লক্ষ্য ছিল ড্রাগ ব্যবহারের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া। শীতের সকালে এমন ম্যারাথনের আয়োজন দেখে বাহবা দিয়েছেন জেলার মানুষ। মূলত, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং স্থানীয় কয়েকটি সংস্থার উদ্যোগে এই ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। এমনিতেই সারা বছর ড্রাগ ব্যবহার করা কতটা ক্ষতিকর, সেই বিষয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়নানা মহল থেকে। পুলিশ সারা বছর ধরে এই প্রচার চালায়। পাশাপাশি ড্রাগ কারবারিদের বিরুদ্ধে চলে অভিযান।
advertisement
তবে এখনও পর্যন্ত সমাজ থেকে ড্রাগের ব্যবহার সম্পূর্ণভাবে নির্মূল করা যায়নি। ফলে সচেতনতার বার্তা পৌঁছে দিতে নানাভাবে উদ্যোগ নেওয়া হয়। আর তেমনি উদ্যোগ নেওয়া হয়েছিল এই ম্যারাথন এর মধ্যে দিয়ে। যেখানে প্রচুর মানুষজন অংশগ্রহণ করেছিলেন। দেড় হাজার জন প্রতিযোগী যেমন ড্রাগের বিরুদ্ধে বার্তা দিয়েছেন, তেমনি ভাবে আয়োজকরা ড্রাগ ব্যবহারের বিরুদ্ধে বার্তা দিয়েছেন। তাছাড়া ওই ম্যারাথন দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Nayan Ghosh