উল্লেখ্য, গ্রামের মানুষদের উদ্যোগে বেশ কয়েক দশক ধরে এই পুজোর আয়োজন করা হয়। তবে গত দু'বছর অতিমারির জেরে সেই অর্থে পুজোর আয়োজন করা যায়নি। কিন্তু চলতি বছরে সংক্রমণ অনেকটা কমে আসায় ফের জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন করা হয়েছে। পাশাপাশি নরনারায়ন সেবার আয়োজন করা হয়েছিল। বছর শেষের এই পুজোকে কেন্দ্র করে স্থানীয় মানুষজন আনন্দে মেতে উঠেছেন। অন্যদিকে আশপাশের গ্রামগুলির মানুষজনও এই পুজোয় যোগ দিচ্ছেন। আনন্দে শামিল হচ্ছেন।
advertisement
Location :
First Published :
April 11, 2022 10:07 AM IST