TRENDING:

West Bardhaman News: রক্ষকই যখন ভক্ষক! পানাগড়ে যা ঘটল, ভাবতে পারবেন না

Last Updated:

West Bardhaman News: জলাশয়ের চারদিকে রাতারাতি দেওয়াল তুলে চলছিল ভরাট করার কাজ। আর তার স্থানীয়দের চোখে পড়তেই তুমুল হইচই পানাগড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়, পশ্চিম বর্ধমান : হয়ত বিড়ালেও মাছ পাহারা দেয়। তবে রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে সেখানে দুর্নীতি অনিবার্য। দেওয়া হয়েছিল দেখাশোনার দায়িত্ব, তবে এমন কাণ্ড যে হবে তা, জানতেন না কেউই। ঘটনা সামনে এল, তখন চক্ষু চড়ক গাছ সবার। যা নিয়ে তুমুল হইচই পানাগড়ে। জানা গিয়েছে, এক ব্যক্তিকে ট্রাস্টের নামে একটি জলাশয় দেখাশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দায়িত্বে থাকা ওই ব্যক্তি অবৈধভাবে জলাশয়টি ভরাট করছিলেন। জলাশয়ের চারদিকে রাতারাতি দেওয়াল তুলে চলছিল ভরাট করার কাজ। আর তার স্থানীয়দের চোখে পড়তেই তুমুল হইচই পানাগড়ে।
advertisement

যদিও বিষয়টি সামনে আসা মাত্রই, সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পুলিশের কাছেও। আপাতত বন্ধ রয়েছে দেওয়াল তোলার কাজ এবং পুকুর ভরাটের কাজ। তবে এই ঘটনায় বিস্মিত সকলেই। কারণ যাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি যে ওই জলাশয়ের ধ্বংসকর্তা হবেন, সেটা কেউই বুঝতে পারেননি।

advertisement

আরও পড়ুন: আবাস যোজনায় বেনিয়ম, মুর্শিদাবাদে ঘটে গেল মারাত্মক ঘটনা

জানা গিয়েছে, বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ ভোলানাথ ঠাকুর নামে একটি ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোলানাথ ঠাকুর নামের এক ব্যক্তিকে ট্রাস্টের নামের একটি জলাশয় দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই জলাশয়ের চারপাশে পাঁচিল তুলে দিয়ে, রাতের অন্ধকারে জলাশয়ের মধ্যে মাটি ভরাটের কাজ করছেন ভোলানাথ ঠাকুর।

advertisement

View More

আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

স্থানীয়দের আরও অভিযোগ, ভোলানাথ ঠাকুর নামের ওই ব্যক্তি এলাকার কিছু প্রভানশালী রাজনৈতিক নেতাদের মদতে এই অনৈতিক কাজ করছেন। সেই কাজের বাধা দিতে গেলে উলটে স্থানীয়দের নানান হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রক্ষকই যখন ভক্ষক! পানাগড়ে যা ঘটল, ভাবতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল