যদিও বিষয়টি সামনে আসা মাত্রই, সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পুলিশের কাছেও। আপাতত বন্ধ রয়েছে দেওয়াল তোলার কাজ এবং পুকুর ভরাটের কাজ। তবে এই ঘটনায় বিস্মিত সকলেই। কারণ যাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি যে ওই জলাশয়ের ধ্বংসকর্তা হবেন, সেটা কেউই বুঝতে পারেননি।
advertisement
আরও পড়ুন: আবাস যোজনায় বেনিয়ম, মুর্শিদাবাদে ঘটে গেল মারাত্মক ঘটনা
জানা গিয়েছে, বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগ ভোলানাথ ঠাকুর নামে একটি ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভোলানাথ ঠাকুর নামের এক ব্যক্তিকে ট্রাস্টের নামের একটি জলাশয় দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই জলাশয়ের চারপাশে পাঁচিল তুলে দিয়ে, রাতের অন্ধকারে জলাশয়ের মধ্যে মাটি ভরাটের কাজ করছেন ভোলানাথ ঠাকুর।
আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!
স্থানীয়দের আরও অভিযোগ, ভোলানাথ ঠাকুর নামের ওই ব্যক্তি এলাকার কিছু প্রভানশালী রাজনৈতিক নেতাদের মদতে এই অনৈতিক কাজ করছেন। সেই কাজের বাধা দিতে গেলে উলটে স্থানীয়দের নানান হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা।