কারার ওই লৌহ কপাটেক সত্ত্ব বিক্রির মধ্যেই সামনে এলো এই বিতর্ক।কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়াতে কবি কাজী নজরুল ইসলামের একটি সংগ্রহশালা রয়েছে। সে সংগ্রহশালায় কবির খাট বিছানা থেকে শুরু করে ব্যবহৃত গ্রামোফোন, পোশাক, পান্ডুলিপি-সহ নানা জিনিসপত্র রাখা আছে। আর সেখানে শোভা পায় কবির দুটি পদকও। একটি ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ এবং অন্যটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়া জগত্তারিনী পদক।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুর উৎসবে থাকছে বিশাল চমক! বিখ্যাত শিল্পীদের অনুষ্ঠান থেকে জয় রাইড সব পাবেন এখানে
সম্প্রতি দাবি উঠছে ওই দুটি পদক নাকি আসল নয়, সে দুটি রেপ্লিকা। প্রশ্ন উঠছে তবে আসল পদক দুটি কোথায় গেল? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন বুদ্ধিজীবিরা। তাদের আশঙ্কা হয়ত পাচার হয়ে গিয়েছে এই দুটি পদক। বিষয়টিকে মেনে নিয়েছেন কবি পরিবারের সদস্যরা।
চুরুলিয়ায় থাকা কবির ভাইপো কাজী রেজাউল করিম এবং সম্পর্কে নাতনি সোনালি কাজির দাবি হয়তো বা পরিবারেরই কেউ নিয়ে গিয়েছেন এই পদক দুটি। তার বদলে তারা রেপ্লিকা বসিয়ে দিয়ে গিয়েছেন।
সোনালী দেবীর দাবি বেশ কিছুদিন আগে তিনি নিউ জার্সিতে একটি প্রদর্শনীতে ওই দুটি পদক দেখেছেন। ব্যক্তিগত স্বার্থে কেউ ব্যবসা করার জন্য এই পদকগুলি চুরুলিয়া থেকে নিয়ে গেছে বলেই তাঁর দাবি। ওই পদক যেই নিয়ে যাক না কেন পদকগুলি ফিরে আসার জন্য সবাই দাবি করেছেন। সম্প্রতি চুরুলিয়ার নজরুল একাডেমী এবং তার সংগ্রহশালাকে টেকওভার করেছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। এবার নজরুলের পদক নিয়েও সকলে তৎপর হোক এমনটাই চাইছেন ‘বিদ্রোহী কবি’র অনুগামীরা।
দীপক শর্মা