বন্দে ভারত এক্সপ্রেস দেখতে মানুষজনের উৎসাহ ছিল তুঙ্গে। কারণ বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চলাচল করলেও, আসানসোল-সহ আশপাশের মানুষজনকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। স্বাভাবিকভাবেই বন্দে ভারতের খবর পেয়ে মানুষজন ছুটে আসেন ভারতীয় রেলের গর্বের এই ট্রেন দেখতে। শুধুমাত্র আসানসোলের বাসিন্দারা নন, আশপাশে জেলাগুলি থেকেও অনেকেই এসেছিলেন বন্দে ভারতের ট্রায়াল রান দেখতে।
advertisement
আরও পড়ুন: রোদের মুখ দেখলেও এই জেলায় বৃষ্টি থেকে রেহাই নেই, আরও কদিন চলবে বর্ষার দাপট? আবহাওয়ার আপডেট
বাঁকুড়া থেকে আসা এক দর্শক বলছেন, ”এতদিন বন্দে ভারতের কথা শুনেছি। এবার সামনে থেকে দেখলাম। শখ পূরণের জন্য অন্তত একবার এই ট্রেনে চাপব।” প্রয়োজনে ঋণ করতেও তিনি রাজি। আবার আসানসোলের এক বাসিন্দা জানাচ্ছেন, সকালে তিনি জানতে পারেন বন্দে ভারতের ট্রায়াল রান হবে। বন্দে ভারতে এসে পৌঁছবে আসানসোলে। আর তাই তিনি ছুটে চলে এসেছেন স্টেশনে।
রেল সূত্রে খবর, প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, পটনা হাওড়া রুটের এই বন্দে ভারত সকাল ৮টা নাগাদ পটনা স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। মাঝে থামবে জসিডি জংশন এবং আসানসোল জংশনে। তারপর দুপুর ২:৩০ মিনিট নাগাদ পৌঁছবে হাওড়া স্টেশন। আবার বিকেল ৩.৫৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস। একই রুটে যাবে পটনা। ১০:৩০ মিনিট নাগাদ পটনা পৌঁছবে নতুন এই বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া যাওয়া এবং হাওড়া থেকে আসার পথে আসানসোলে দু’মিনিটের জন্য দাঁড়াবে বন্দে ভারত।
Nayan Ghosh