শঙ্খ ঘোষের স্বপ্ন একজন চিকিৎসক হওয়ার। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে পরিবারের আর্থিক অসঙ্গতি। বাড়িতে একমাত্র রোজগেরে বাবা মাসে কাজ পান মাসে মাত্র ১৫ দিন। বাকি ১৫ দিন কাটাতে হয় বাড়িতে বসে। মা গৃহবধূ। শঙ্খ ঘোষের বাবা স্থানীয় একটি গ্যাস বটলিং প্ল্যান্টে অস্থায়ী কর্মচারী। লোডিং আনলোডিং এর কাজ করেন তিনি। মাত্র ১৫ দিনের অল্প আয় দিয়েই চলে সংসার। অল্প রোজগারের মাধ্যমে ছেলেকে পড়াশোনা করিয়েছেন তিনি। কিন্তু ছেলের আগামী দিনের স্বপ্ন কিভাবে পূরণ হবে, তা নিয়ে অনিশ্চিত পরিবারের সকলেই।
advertisement
আরও পড়ুন - UPI Money Transfer: সহজেই মোবাইল থেকে টাকা লেনদেন, কিন্তু জানেন একদিনে কত টাকা পাঠানো যায়
শঙ্খ ঘোষের মা লক্ষ্মী দেবী জানিয়েছেন, ছেলে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করেছে। সে চায় একজন চিকিৎসক হতে। কিন্তু সরকারি কোন কলেজে সুযোগ না পেলে, তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার আশা নেই। কারণ পরিবারের আর্থিক যে অবস্থা, তাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে বেসরকারি কলেজ থেকে চিকিৎসাশাস্ত্র পড়ানোর ক্ষমতা নেই। স্বাভাবিকভাবেই ভালো ফলাফল করার পরেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন শঙ্খ ঘোষ এবং তার পরিবার।
Nayan Ghosh
