অতিমারির ধাক্কা কাটিয়ে গত দু'বছর পর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে রাজ্যে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে নানান ছবি ধরা পড়েছে। কোথাও দেখা গিয়েছে পরীক্ষার শেষ মুহূর্তে বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছেন পড়ুয়ারা। আবার কোথাও দেখা গিয়েছে চিন্তিত মুখে অভিভাবকদের অপেক্ষা।
তাছাড়াও পরীক্ষার প্রথম দিনে পড়ুয়াদের হাতে ফুল, পেন এবং জলের বোতল তুলে দিতে দেখা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে। জেলার আসানসোল, দুর্গাপুর, পানাগড় সহ বিভিন্ন এলাকায় এই ছবি ধরা পড়েছে।করোনার কথা মাথায় রেখে এবারের হোম সেন্টারে অর্থাৎ নিজও স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুর্গাপুরের বিধাননগর গর্ভমেন্ট স্পনসর গার্স হাই স্কুল দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে পরীক্ষার্থীদের জল এবং পেন তুলে দেওয়া হয়। এতে খুশি পরীক্ষার্থীরা। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। বিশেষ করে গরমের সময় জলের বোতল তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তারা। পাশাপাশি পরীক্ষা এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিসের তরফ থেকে রয়েছে কড়া নজর।
advertisement
অন্যদিকে, শনিবার সকালে কাঁকসা সিলামপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে জলের বোতল, পেন ও চকলেট তুলে দিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবছর নিজেদের বিদ্যালয়েই পরীক্ষার সিট পড়ায় একদিকে যেমন ছাত্র ছাত্রীরা খুশি, তেমন অভিভাবকরাও খুশি। কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সভাপতি কুলদীপ সরকার জানিয়েছেন, ছাত্রছাত্রীদের জীবনের দ্বিতীয় পরীক্ষা শুরু হল শনিবার থেকে। আগে ছাত্রছাত্রীরা অন্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতেন। সেটায় তারা অভ্যস্থ ছিলেন। মাঝে করোনার জন্য বাড়িতে বসে অনলাইনে সবাইকে পরীক্ষা দিতে হয়েছে। এবছর করোনার প্রকোপ না থাকায়, বিদ্যালয়ে বসে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর নিজেদের বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করায়, উৎসাহের সঙ্গে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করেছেন। যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, পড়ুয়াদের হাতে উপহার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছেন।
প্রায় দীর্ঘ দুই বছর পরে অফলাইনে পরীক্ষা দিতে দেখা গেল পরীক্ষার্থীদের। আসানসোলের ঊষাগ্রাম গার্লস হাই স্কুলে সকাল ৯ টা থেকে পরীক্ষার জন্য প্রবেশ করতে দেখা গিয়েছে পড়ুয়াদের। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বিধি মেনে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারে কোভিড পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক বোর্ডের নির্দেশ মেনে হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে স্কুলগুলির সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ করা গিয়েছে। এই ব্যাপারে এক অভিভাবক জয়তী সিনহা বলেছেন, পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। ভাল লাগছে। দু বছর পর মেয়েরা স্কুলে এসে পরীক্ষা দিতে পারছে।
অন্যদিকে এক ছাত্রী দীপান্বিতা বলেন, আজকে বাংলা পরীক্ষা। প্রস্তুতি নিয়েছি, একটু টেনশন রয়েছে। তবে আশা করছি পরীক্ষা ভালো হবে। এদিন আসানসোলের বার্নপুরের শান্তিনগর হাইস্কুল সহ বিভিন্ন স্কুল পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়। সেখানেও ছিল কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। গত বছর কোভিডের কারণে পরীক্ষা দিতে পারেননি পড়ুয়ারা। এই বছর পরীক্ষা দিতে এসে খুশি সকলেই। অন্যদিকে শনিবার থেকেই শুরু হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা। দ্বিতীয়ার্ধে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হচ্ছে। উচ্চমাধ্যমিকের মতই একাদশ শ্রেণির প্রথম দিনে বাংলা পরীক্ষা রয়েছে। উচ্চ মাধ্যমিকের রুটিন মেনে পরীক্ষা হবে একাদশ শ্রেণিরও।