যদিও ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে স্কুলে আসেন নি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার বদলে অন্য এক শিক্ষককে দায়িত্ব দিয়ে গিয়েছেন তিনি। দায়িত্বে থাকা শিক্ষক দীপক কুমার শর্মা জানিয়েছেন, স্কুল পরিচালন সমিতির সভাপতি সুলতান সালাউদ্দিন বাবু পরিচালন সমিতির সঙ্গে কোনও বৈঠক না করেই অভিযোগ করেছেন। দীপক বাবু আরও জানিয়েছেন, প্রধান শিক্ষকের নির্দেশ আছে, যে সকল পড়ুয়াদের আবেদন পত্র এবং সমস্ত নথিপত্র ঠিকঠাক রয়েছে তাদের ভর্তি নেওয়া হবে। এরকম ২৪ জনকে ভর্তি নেওয়ার কথা জানিয়ে গিয়েছেন প্রধান শিক্ষক। কিন্তু বাইরে প্রায় একশ জন ভর্তির জন্য অপেক্ষা করছিলেন। তাহলে ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্ভব, এই প্রশ্নও তোলেন তিনি। তিনি এও বলেন যে, তাদের স্কুলে নিয়ম অনুযায়ী ছাত্রর মাথা পিছু যে শিক্ষক প্রয়োজন সেটাও নেই। তাই বেশি সংখ্যক পড়ুয়া ভর্তি হলে পঠন-পাঠন চালিয়ে নিয়ে যাওয়া সমস্যা হবে।
advertisement