TRENDING:

West Bardhaman News- বেআইনি অস্ত্র কারখানাকাণ্ডে গ্রেফতার চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী

Last Updated:

গ্রেফতার করা হয় বাড়ির মালিক দীনেশ চৌধুরীকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- সালানপুর অস্ত্র কারখানাকাণ্ডে জড়িত চার জনকে শুক্রবার তোলা হল আদালতে। তদন্তের অগ্রগতির জন্য তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় অস্ত্র কারবারে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ওই বাড়িটির মালিককেও। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অস্ত্র কারখানার সঙ্গে যুক্ত তিনজনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা (West Bardhaman News)। তারা বাড়িটি ভাড়া নিয়ে সেখানে বেআইনিভাবে অস্ত্র বানানোর কাজ চালিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে।
অস্ত্র কারখানা কাণ্ডে ধৃতদের আদালতে তোলা হচ্ছে।
অস্ত্র কারখানা কাণ্ডে ধৃতদের আদালতে তোলা হচ্ছে।
advertisement

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নেমে, বেআইনি ওই অস্ত্র কারখানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার অভিযুক্তদের আদালতে তোলা হয়। সেখান থেকেই তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে তদন্তের স্বার্থে। সালানপুর থানার অন্তর্গত রূপনরায়ণপুর ফাঁড়ির চিতালডাঙ্গা উপরপাড়া এলাকায়, একটি ফাঁকা বাড়ির ভেতরে অবৈধ অস্ত্র তৈরির কারখানার হদিশ পায় পুলিশ (West Bardhaman News)। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয় রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ, উদ্ধার করে ১২টি অস্ত্র সহ অস্ত্র তৈরির বিভিন্ন সামগ্রী। তাছাড়াও লেদ মেশিন এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে বিহারের মুঙ্গেরের চারজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ধৃতদের নাম রাজকুমার চৌধুরী(২৭), প্রবীণ কুমার (৪৫), এম.ডি ইকবাল(৪৫)। পাশপাশি, গ্রেফতার করা হয় বাড়ির মালিক দীনেশ চৌধুরীকে।

advertisement

জানা গিয়েছে, সে চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী। চিত্তরঞ্জন এর ৩৬ নম্বর রাস্তার বাসিন্দা দীনেশ চৌধুরীর, বয়স ৫১ বছর। ধৃত চারজন অভিযুক্তকে শুক্রবার জেলা আদালতে পাঠানো হয়। পুলিশের তদন্তের স্বার্থে ধৃত চারজন অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানানো হয়। বিচারক সেই আর্জি মঞ্জুর করেছেন। জেলার আরও কোথাও এই অস্ত্র কারবারির জাল ছড়ানো হয়েছে কিনা, তা জানতে জোরকদমে তদন্তে নেমেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। পাশাপাশি, এই বেআইনি অস্ত্র তৈরির পেছনে কে বা কারা জড়িত রয়েছে, সেই চক্রেরও খোঁজ শুরু করেছে পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- বেআইনি অস্ত্র কারখানাকাণ্ডে গ্রেফতার চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল