TRENDING:

Paschim Bardhaman: কমিশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনিও পেতে পারেন নগদ পুরস্কার

Last Updated:

নতুন একটি উদ্যোগ নিয়েছে কমিশন। এবার ভোটারদের মাধ্যমেই ভোটারদের সচেতন করতে চায় কমিশন। নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কমিশন এই কাজ করতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমানঃ সদ্য সম্পন্ন চার পুরনিগমের (Corporation) নির্বাচন ও আসন্ন পুরসভা (Municipality) নির্বাচনগুলি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কুর্সি দখলের লড়াইয়ে জয় পেতে ভোটারদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন নেতারা। প্রচারে গিয়ে তারা বুঝিয়ে দিচ্ছেন গণতান্ত্রিক ভারতবর্ষে শেষ কথা বলেন সাধারণ মানুষই। নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষই বুঝিয়ে দেন নিজেদের ক্ষমতা। কিন্তু আদৌ ভোটার (Voter) কি বুঝতে পারেন, তার একটি ভোটের (Vote) গুরুত্ব কতখানি?
ভোটার সচেতনতা সপ্তাহ উপলক্ষে নির্বাচন কমিশনের প্রতিযোগিতা।
ভোটার সচেতনতা সপ্তাহ উপলক্ষে নির্বাচন কমিশনের প্রতিযোগিতা।
advertisement

ভোটারদের (Voter) সচেতন করতে নির্বাচন কমিশন (Election Commission) একাধিক কর্মসূচি নেয়। নির্বাচনের আগে ভোটারদের (Voter) সুরক্ষিত রাখতে কমিশন নজর দেয়। ভোটদানের মাধ্যমে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। এবার নতুন একটি উদ্যোগ নিয়েছে কমিশন। এবার ভোটারদের মাধ্যমেই ভোটারদের সচেতন করতে চায় কমিশন। নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কমিশন এই কাজ করতে চলেছে। নির্বাচন কমিশনের (Election Commission) উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বিশেষ প্রতিযোগিতার। যেখানে অংশগ্রহণ করতে পারবেন সবাই। নেই বয়সের কোনও সময়সীমা। অংশগ্রহণকারী বিজয়ীদের জন্য থাকছে নগদ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

advertisement

নির্বাচন কমিশনের তরফ থেকে আয়োজন করা হয়েছে জাতীয় ভোটার সচেতনতা প্রতিযোগিতার। প্রতিযোগিতা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় রাখা হয়েছে বিভিন্ন বিভাগ। নির্বাচন সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা ছাড়াও ভিডিও প্রস্তুত, সঙ্গীত প্রস্তুত, পোস্টার ডিজাইন, স্লোগান প্রতিযোগিতা রয়েছে। প্রত্যেক বিভাগে বিজয়ীদের নগদ পুরস্কার হাতে তুলে দেবে নির্বাচন কমিশন। তাছাড়াও নির্বাচন কমিশন মুদ্রিত পুরস্কার ও ই শংসাপত্র তুলদে দেওয়া হবে। কমিশনের সোশ্যাল মিডিয়াতেও তুলে ধরা হবে বিজয়ীদের নাম।

advertisement

কমিশনের আয়োজিত এই প্রতিযোগিতার থিম রাখা হয়েছে ‘আমার ভোট আমার ভবিষ্যৎ - একটি ভোটের ক্ষমতা’। কমিশনের আয়োজিত এই প্রতিযোগিতায় পোস্টার ডিজাইন এর ক্ষেত্রে ভালো মানের ডিজিটাল পেইন্টিং, স্কেচ বা ছবি জমা দিতে হবে। এই সমস্ত ছবিগুলি কমিশনের প্রচারে ব্যবহার করা হতে পারে। অন্যদিকে ভিডিও প্রস্তুতি ক্ষেত্রে, ভিডিও এক মিনিটের হতে হবে। অবশ্যই ভালো রেজিলিউশন হতে হবে। ভিডিও তৈরীর ক্ষেত্রে মূল থিম এর পাশাপাশি প্রবীনদের ভোট দেওয়ার গুরুত্ব, নব্য ভোটারদের গুরুত্ব, প্রতিবন্ধী ভোটারদের গুরুত্ব তুলে ধরা যেতে পারে। তবে সবক্ষেত্রেই মূল থিম থাকবে, আমার ভোট আমার ভবিষ্যৎ - একটি ভোটের ক্ষমতা। এই থিমের উপর ভিত্তি করে স্লোগান প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।

advertisement

View More

ভোটের গুরুত্ব বোঝাতে সংগীত প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে পারবেন, যারা এই বিষয়ে পারদর্শী। এক্ষেত্রে প্রস্তুতকারক যে কোনও রকমের বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারেন। তবে গানের দৈর্ঘ্য তিন মিনিটের বেশি হওয়া যাবে না। আর কুইজ কিভাবে পরিচালিত হবে, তা কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

বিশদে জানতে আপনারা লগইন করতে পারেন www.voterawarenesscontest.in এই ঠিকানায়। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে, নিচে দেওয়া ঠিকানায় আপনার ছবি, গান বা ভিডিও পাঠাতে পারেন। ঠিকানাটি হল - voter-contest@eci.gov.in। তবে তা অবশ্যই ১৫ মার্চের আগে পাঠাতে হবে। যদি আপনার তৈরি ছবি, ভিডিও বা গান কমিশনের নজরে পড়ে, তাহলে আপনিও পেতে পারেন নগদ পুরস্কার জেতার সুযোগ। সঙ্গে অবশ্যই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পাবেন একটি শংসাপত্রও।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: কমিশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনিও পেতে পারেন নগদ পুরস্কার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল