ভোট প্রচারে কর্মী সভায় এসে আদিবাসীদের সঙ্গে নাচে পা মেলালেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। মাদল বাজিয়ে, তালে তালে নাচলেন তিনি। বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে আদিবাসী কর্মী সমর্থকদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ একাধিক নেতা। আদিবাসী সমাজের কর্মী সমর্থকরা এদিন তৃণমূল প্রার্থীর সমর্থনে রবীন্দ্রভবনে হাজির হয়েছিলেন। এদিন সভা শেষে আদিবাসী নৃত্য শুরু হয়। সেখানে আদিবাসী নাচে পা মেলান প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তালে তাল মিলিয়ে বাজিয়েছেন মাদল। এ বিষয়ে প্রার্থী শত্রুঘ্ন সিনহা বলেছেন, "এর আগে আমি কালা পাথর এ নেচেছিলাম। তারপর আজকে আসানসোলে এসে মাদল বাজিয়ে ভীষণ ভালো লাগছে।"
advertisement
অন্যদিকে, কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সালানপুর নির্বাচনী প্রচার করেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। কল্যানেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বারাবনির সালানপুর ব্লকের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এদিন তিনি কল্যানেশ্বরী মায়ের কাছে শান্তির কামনা করেছেন বলে জানান সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেছেন, "মানুষ বাড়ির মেয়েকে চায়। তাই জয়ের প্রতি দুশো শতাংশ আশাবাদী। মানুষের ভালোবাসা সেটার প্রমান দিচ্ছে। আমার বাবার জন্ম রামনগরে। তাই এখানে আমার বাড়ি। আজ কাকুকে সঙ্গে নিয়ে পুজো দিলাম।"
Nayan Ghosh





