#পশ্চিম বর্ধমান- ইসিএলের খোলামুখ খনিতে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে চার জনের। কিন্তু কেন এই দুর্ঘটনা? অনেকেই অভিযোগ তুলছেন, ওই এলাকায় ছিল না পর্যাপ্ত নজরদারি। ঠিকাদারি সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পাশাপাশি অভিযোগ, লোভের বশবর্তী হয়ে অবৈধ ভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে দুর্ঘটনা। যদিও মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক।