TRENDING:

Durgapur News: সেরাদের নিয়ে জেলাস্তরের অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ! অপেক্ষা করছে বিশাল সুযোগ

Last Updated:

জেলা ক্রীড়া সংসদের উদ্যোগে দুর্গাপুরে শুরু হয়েছে অ্যাথলেটিক প্রতিযোগিতা। জেলার সেরাদের নিয়ে এই প্রতিযোগিতার চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : দুর্গা পুজো শেষ, সদ্য বাতাসে শীতল ছোঁয়া লেগেছে। তার মধ্যেই ভিড় জমতে শুরু করেছে মাঠে ময়দানে। জেলা ক্রীড়া সংসদের উদ্যোগে দুর্গাপুরে শুরু হয়েছে অ্যাথলেটিক প্রতিযোগিতা। জেলার সেরাদের নিয়ে এই প্রতিযোগিতার চলছে। যা রাজ্যস্তরের প্রতিযোগিতার ট্রায়াল বললেও ভুল হবে না। প্রতিযোগিতায় যারা নিজেদের সেরাটা দিতে পারবেন, তারা আগামী দিনে পাবেন আরও বড় মঞ্চ।
advertisement

দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামে অ্যাথলেটিক প্রতিযোগিতা শুরু হয়েছে। যেখানে রয়েছে মোট ৭৪ টি ইভেন্ট রয়েছে। ইতিমধ্যেই ৬৪ টি ইভেন্টের প্রতিযোগীরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন। এখনও বেশ কিছু ইভেন্ট বাকি রয়েছে। জেলার বিভিন্ন স্কুল স্তরে যারা নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পেরেছেন, তারা জেলা স্তরের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। আসানসোল এবং দুর্গাপুর মহকুমার বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন জেলা স্তরের এই প্রতিযোগিতায়।

advertisement

আরও পড়ুন: পুজো শেষ, মন খারাপ? সপ্তাহান্তে ঘুরে আসুন প্রাকৃতিক সৌন্দযে ঘেরা মা দুর্গার এই আশ্রমে

এই বিষয়ে জেলা ক্রীড়া সংসদের জেলা সম্পাদক কৌশিক সরকার বলেন, “জেলার বিভিন্ন জায়গা থেকে সেরা প্রতিযোগীদের এখানে সুযোগ দেওয়া হয়েছে। যারা এখানে নিজেদের ভাল পারফরম্যান্স দেখাতে পারবেন, তারা আগামী দিনে কলকাতায় রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।” তিনি আরও বলেছেন, “এই প্রতিযোগিতায় এমন অনেকে অংশগ্রহণ করেছেন, যারা আগে জাতীয় স্তরের অনেক প্রতিযোগিতায় নিজেদের ভাল পারফরম্যান্স দেখিয়েছেন।”

advertisement

View More

আরও পড়ুন: মহাসমারোহ কোজাগরী লক্ষ্মী পুজোয় হয় এই গ্রামে! চলে তিন রাত বাউল গান

উল্লেখ্য, জেলার প্রায় ৭৫ থেকে ৮০ টি স্কুলের বিভিন্ন প্রতিযোগীরা এই অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীর সংখ্যা প্রায় ২৩৬ জন। তাঁরা সকলেই চেষ্টা করছেন, নিজেদের সেরা পারফরম্যান্স দিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Nayan Ghosh

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: সেরাদের নিয়ে জেলাস্তরের অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ! অপেক্ষা করছে বিশাল সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল