দুর্ঘটনার জেরে আঘাত প্রাপ্ত হয়েছেন কন্টেনারের চালক। অন্যদিকে এই দুর্ঘটনার সম্মুখীন হয়ে ভয়ে, আতঙ্কে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান পরিবারের সকলে। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের লোকজনও।
আরও পড়ুন: এখনই জরুরি চিকিৎসার প্রয়োজন নেই, চিকিৎসকদের বয়ানে আরও বড় ফ্যাসাদে অনুব্রত মণ্ডল
দুর্ঘটনাটি হয়েছে কাঁকসা থানা এলাকার পিয়ারীগঞ্জে এলাকায়। যে বাড়িতে দুর্ঘটনাটি হয়েছে, সেই বাড়ির ৫ সদস্য ঘুমিয়ে ছিলেন। জানা গিয়েছে, পাথর বোঝাই কন্টেনারটি ইলামবাজারের দিক থেকে পানাগড়ের দিকে যাচ্ছিল। সে সময়ে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার মুখে পড়ে ট্রাকটি।
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক! ৫০০ টাকার জন্য বন্ধুর সঙ্গে সেই নৃশংস কাজ, হাড়হিম ঘটনা নানুরে
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই কন্টেনার চালককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অন্যদিকে এদিন সকালে কন্টেইনার থেকে সমস্ত পাথর খালি করে, তারপর কন্টেইনারটিকে সরানো সম্ভব হয়েছে। তবে এখনও কী কারনে এই দুর্ঘটনা হয়েছে, তার সঠিক কারণ জানা যায়নি। তবে চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনাটি হয়েছে বলে অনুমান করছে পুলিশ।
নয়ন ঘোষ





