TRENDING:

Exciting Video: হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল! তা দেখে ভয়ে কাঁটা সকলে, দেখুন সেই ভিডিও

Last Updated:

রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ আগুনের গোলায় পরিণত হল গাড়ি! তারপর কী হল দেখুন ভিডিওয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: রাতের জাতীয় সড়কে আর পাঁচটা দিনের মতোই গাড়ি চলছিল। স্থানীয় কিছু মানুষ পাশ দিয়ে হেঁটেও চলে যাচ্ছিলেন। তাঁরা হঠাৎ এক দৃশ্য দেখে ভয় কাঁটা হয়ে গেলেন। জাতীয় সড়কে চলন্ত গাড়ি হঠাৎ‌ই পরিণত হল আগুনের গোলায়! এ ভুতুড়ে কাণ্ড নাকি রে বাবা!
advertisement

চোখের নিমেষে পুড়ে খাক হয়ে গেল আগুন ধরে যাওয়া গাড়িটা। কোনওক্রমে প্রাণে বেঁচেছেন চালক। জামুড়িয়ার শ্রীপুর এলাকার ঘটনা। সোমবার রাতে আসানসোলের কাছে জাতীয় সড়কে এমনই অদ্ভুত ও ভয়ানক অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলেন অনেকে। এই ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতায় গাড়ির চালক কার্যত বাকরুদ্ধ। এই ঘটনায় ভয় পেয়েছেন অন্যান্য গাড়ির চালকরা‌ও। হঠাৎ আগুন ধরে গাড়ি পড়ে যাওয়ার জেরে বেশ কিছুক্ষণের জন্য আসানসোল ও সংলগ্ন এলাকায় অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক। খবর পেয়েই ছুটে আসেন দমকল কর্মীরা। তাঁদের জন্য‌ই এই আগুন আর বিশেষ বাড়তে পারেনি।

advertisement

আরও পড়ুন: ক্যারাটে শিখতে এগিয়ে আসছে মেয়েরা‌ও

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি গাড়ি থেকে আগুনের শিখা বেরতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যান চালক। এর মধ্যেই আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। সম্পূর্ণ গাড়িটিকে গ্রাস করে নেয় আগুন। দাউদাউ করে জাতীয় সড়কের ওপরেই জ্বলতে থাকে গাড়িটি। এই ঘটনা দেখে পেছনে থাকা অন্যান্য চালকরাও গাড়ি থামিয়ে দেন। খবর দেওয়া হয় দমকলের কাছে। খবর যায় পুলিশেও। অগ্নিকাণ্ডের জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। অন্যদিকে দমকল কর্মীরা এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। হঠাৎ কেন গাড়িটি জ্বলে উঠল তা তদন্ত করে দেখছে দমকল বিভাগ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কাঠের ফ্রেম তৈরির ব্যবসায় অঢেল আয়ের সুযোগ! রোজ হতে পারে ৩-৪ হাজার টাকা লাভ
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Exciting Video: হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল! তা দেখে ভয়ে কাঁটা সকলে, দেখুন সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল