আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগামী ১২ এপ্রিল (Asansol Byelection)। এখন যেমন জোরকদমে প্রচার চলছে, তেমনভাবেই জোরকদমে বিভিন্ন জায়গায় চলছে রুটমার্চ। তেমনই রুটিন রুটমার্চ হয়েছে আসানসোলের মহিশিলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত। কিন্তু এদিনের রুটমার্চে ধরা পড়েছে অচেনা ছবি। দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরা রুট মার্চ চালাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর পোশাক পড়ে, কাঁধে রাইফেল নিয়ে এলাকা পরিদর্শন করছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যরা (Women Force)। উল্লেখ্য, এখানে কেন্দ্রীয় বাহিনীর মহিলা সদস্যদের সঙ্গে ছিলেন স্থানীয় থানার মহিলা পুলিশকর্মীরা। উপ নির্বাচনকে কেন্দ্র করে মহিলা সদস্যদের এই রুট মার্চের ছবি নজর কেড়েছে সবার।
advertisement
প্রসঙ্গত, উপ নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর, মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ শুরু করেছেন। লোকসভা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে চলছে রুট মার্চ। নির্বাচন কমিশন ভোটারদের আশ্বস্ত করতে চাইছে, মানুষ যেন নিশ্চিন্তে ভোট দিতে যান, যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন (Asansol Election)। আর তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্বাভাবিকভাবেই আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রুট মার্চ চলছে। লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় চলছে এই রুট মার্চ। সঙ্গে থাকছেন স্থানীয় থানার পুলিশ কর্মীরা। তেমনই এক রুটিনমাফিক রুট মার্চে ধরা পড়েছে অসাধারণ ছবি।
Nayan Ghosh