বন্যপ্রাণ রক্ষার জন্য কাঁকসা রেঞ্জের বিট অফিসার সন্দীপ ঘোষ কাঁকসা, তিলক চন্দ্রপুর সংলগ্ন এলাকাগুলিতে টোটোয় চেপে প্রচার চালিয়েছেন। বন্যপ্রাণ রক্ষা করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। গ্রামবাসীদের কাছে বিট অফিসার আবেদন জানিয়েছেন বনভূমি রক্ষা করার জন্য। চোরা শিকারিদের হাত থেকে বনাঞ্চল রক্ষা করতে তাদের সহযোগিতা চেয়েছেন তিনি। পাশাপাশি আবেদন জানিয়েছেন গ্রীষ্মের সময় যাতে জঙ্গলের পাতায় আগুন ধরানো না হয়। এ বিষয়ে সন্দীপ ঘোষ বলেছেন, গ্রীষ্মকালের আগে জঙ্গলে ঝরে যাওয়া পাতাতে অনেকেই আগুন ধরিয়ে দেয়। এর ফলে বনভূমির ক্ষতি হয়। পাশাপাশি বন্য প্রাণীর ক্ষতি হয়। বনাঞ্চলে আগুন লাগিয়ে দেওয়ার ফলে সেই আগুন অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। ফলে বহু গাছ পুড়ে নষ্ট হয়ে যায়। পাশাপাশি আগুনের তাপে বহু বন্যপ্রাণী, পাখি মারা যায়। তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, জঙ্গলে আগুন লাগানো একটি দন্ডনীয় অপরাধ।
advertisement
অন্যদিকে চোরা শিকারিদের হাত থেকেও বনের মূল্যবান গাছ, বন্যপ্রাণী রক্ষা করার জন্য তিনি গ্রামবাসীদের আবেদন জানিয়েছেন। কোথাও কোন বন্যপ্রাণী অসুস্থ অবস্থায় দেখতে পেলে, সঙ্গে সঙ্গে বনবিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এই বিট অফিসার।