প্রকৃতির এমন রঙিন সাজকে আরও রাঙিয়ে তুলতে দুর্গাপুরে আয়োজন করা হল প্রকৃতির বসন্ত উৎসবের। প্রকৃতির শোভাবর্ধনে উদ্যোগে নেন প্রায় একশর বেশি মহিলা। রঙের উৎসব এর আগে প্রকৃতির এমন রঙিন সাজ নজর কেড়েছে সবার।
দুর্গাপুর: রাত পোহালেই দোল। বসন্তের রঙে আরও বেশি করে সেজে উঠছে প্রকৃতি। চারিদিকে পলাশ, শিমুল এর মেলা। প্রকৃতির এমন রঙিন সাজকে আরও রাঙিয়ে তুলতে দুর্গাপুরে আয়োজন করা হল প্রকৃতির বসন্ত উৎসবের। প্রকৃতির শোভাবর্ধনে উদ্যোগে নেন প্রায় একশর বেশি মহিলা। রঙের উৎসব এর আগে প্রকৃতির এমন রঙিন সাজ নজর কেড়েছে সবার। দুর্গাপুরের টাউনশিপ এলাকার তিলক রোড এ আয়োজন করা হয়েছিল রাস্তার ওপর চিত্রাংকন প্রতিযোগিতার। প্রকৃতির বসন্ত উৎসবকে কেন্দ্র করে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শুধুমাত্র মহিলাদের জন্য আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার। যেখানে অংশগ্রহণ করেছিলেন একশর বেশি মহিলা। তালিকায় স্কুলপড়ুয়া থেকে পঞ্চাশোর্ধ মহিলা সবাই ছিলেন। মহিলাদের উদ্যোগে টাউনশিপ এলাকা প্রকৃতির বসন্তের সাজে আরও রঙ্গীন হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রকৃতির নানান রঙিন ছবি তুলে ধরা হয়েছে। তেমন ভাবে তুলে ধরা হয়েছে দুর্গাপুর শহরের নানান পটচিত্র। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের ছবি তুলে ধরা হয়েছে এই অঙ্কন প্রতিযোগিতায়। মহিলাদের জন্য আয়োজিত রাস্তার ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন পঞ্চাশোর্ধ মহিলারা। এই অংশগ্রহণকারী জন্য আয়োজন করা হয়েছিল আলপনা প্রতিযোগিতার। স্থানীয় তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মূল উদ্যোক্তা ছিলেন দুর্গাপুরের ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনি দাসগুপ্ত। তাছাড়াও দুর্গাপুর পুরসভার বিভিন্ন পুরমাতাদের দেখা পাওয়া গিয়েছে এই অঙ্কন প্রতিযোগিতায়। এমন একটি অনুষ্ঠানের আয়োজন করতে পেরে খুশি উদ্যোক্তা স্বয়ং। অংশগ্রহণকারীরা প্রকৃতিকে রাঙিয়ে তুলেছেন আপন-মনের সাজে। প্রকৃতির বসন্ত উৎসবের পর আরও রঙিন রূপে ধরা দিচ্ছে দুর্গাপুরের তিলক রোড। দর্শকদের কাছে টানছে প্রকৃতির বসন্ত উৎসব। দোলের আগে এমন রঙিন ছবি নজর কেড়েছে স্থানীয় এলাকাবাসী সহ সমগ্র দুর্গাপুরের।