ইতিমধ্যেই আম, লিচুর দাম চড়া। তাছাড়া বিভিন্ন রকম ফলের দাম বেড়েছে বাজারগুলিতে। অন্যদিকে বিভিন্ন রকম মিষ্টির দাম বেড়েছে। জামাই ষষ্ঠী উপলক্ষে মিষ্টি বিক্রেতারা নানা রকম নিত্যনতুন স্বাদের মিষ্টি প্রস্তুত করেছেন ঠিকই। কিন্তু সেই সমস্ত মিষ্টির দাম আকাশছোঁয়া। রসগোল্লা, কালাকান্দ, পান্তুয়ার মত বিভিন্ন মিষ্টির দাম যেমন বেড়েছে, তেমনি নিত্য নতুন স্বাদের মিষ্টির দামও বেড়েছে অনেকটাই।
advertisement
আরও পড়ুন: কোভিড ভেঙে দিল স্বপ্ন! বিটেক ইঞ্জিনিয়ার এখন বিটেক চা-ওয়ালা!
এই সময় আম, লিচুর দাম শুনে হতবাক অনেক সাধারণ মানুষ। বিক্রেতার সঙ্গে দরদাম করছেন ক্রেতারা। দাম পছন্দ না হলে খালি হাতে ফিরছেন অনেকে। মোটামুটি ভাবে জেলার বিভিন্ন বাজারে ঘোরাফেরা করছে একই ছবি। মিষ্টির দোকানে গিয়েও পছন্দ মতো মিষ্টি কিনতে গিয়ে অনেকেই চিন্তায় পড়ছেন। তালিকায় থাকা সব রকম মিষ্টি কিনতে পকেটে পড়ছে টান, নয়তো তালিকা ছোট করে দিচ্ছেন অনেকেই। সবমিলিয়ে জামাই বরণ করার প্রস্তুতি পর্বেই শ্বশুরকূল রীতিমতো চিন্তিত হয়ে পড়ছেন।
Nayan Ghosh