আরও পড়ুন: এখনও কুঁড়ি’ই ফোটেনি, সন্ধিপুজোয় ১০৮ টি পদ্ম পাওয়া নিয়ে সংশয়
উল্লেখ্য, বার্নপুরে দামোদর পারাপারের জন্য ঈশ্বরডা ও কুকরাকুড়ি নদী ঘাট আপাতত বন্ধ। ফলে এই অস্থায়ী সেতু ব্যবহার করে অনেকে নিজেদের রোজগার চালিয়ে যান। রুজি রুটির টানে বাঁকুড়ার বিহারীনাথ, শালতোড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা আসানসোল, বার্নপুরে আসেন। তেমনই শিল্পাঞ্চলের বাসিন্দারা বাঁকুড়ায় যাতায়াত করেন। কিন্তু জলের তোড়ে বাঁশের তৈরি সেতুটিই ভেঙে গিয়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নৌকা পরিষেবাও বন্ধ। ফলে দামোদর পার হতে পারছেন না দুই জেলার মানুষই।
advertisement
বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল থেকে কাঁচা সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস শিল্পাঞ্চলে আসে এই সেতু ব্যবহার করেই। কিন্তু সেতুটি জলের স্রোতে ভেঙে পড়ায় বিপুল ক্ষতি হচ্ছে সবজি ব্যবসায়ী থেকে চাষি সকলের। এই পরিস্থিতিতে ঘুর পথে প্রায় চল্লিশ কিলোমিটার বেশি রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে প্রবল সমস্যায় পড়েছে দুই জেলার মানুষ।
নয়ন ঘোষ





