আরও পড়ুন: বড়দিনের আগেই বাংলায় উৎপাদন শুরু করবে স্পেনের সংস্থা! ট্যুইট ‘উচ্ছ্বসিত’ মমতার
লছিপুর যৌনপল্লি এলাকার অবৈধ পার্কিংগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে আসানসোল পুরনিগম। আসানসোল পুরনিগমের ৫৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকাটি। বৈধ পার্কিং বাদে এই এলাকার যাবতীয় অবৈধ পার্কিং বুলডোজার নিয়ে গিয়ে ভেঙে দেওয়া হয়েছে। সীমানা প্রাচীর তৈরি করে যে সমস্ত অবৈধ পার্কিংগুলি চালানো হচ্ছিল, সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ করেছে আসানসোল পুরনিগম।
advertisement
উল্লেখ্য, কুলটি থানার অন্তর্গত এই লছিপুর যৌনপল্লি জেলার অন্যতম বড় একটি রেড লাইট এরিয়া। এখানে পড়শি রাজ্য থেকেও অনেকে আসেন। এই এলাকার পাশ দিয়ে চলে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত রাস্তা। অথচ অবৈধ পার্কিংয়ের ফলে সেই রাস্তায় যেমন যানজটের সৃষ্টি হচ্ছিল তেমনই বৈধ পার্কিংয়ের ব্যবসাও মার খাচ্ছিল। তাছাড়াও বৈধ পার্কিং ব্যবহার না করার ফলে, অনেক সময় ওই জায়গায় যে কোনও খারাপ কাজ হলে, দুষ্কৃতীদের শনাক্ত করতে সময় লাগছিল। কারণ তাদের ব্যবহৃত গাড়িগুলির হদিশ পেতে সময় লাগছিল। তাই সব মিলিয়ে অবৈধ পার্কিং ওই জায়গা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় আসানসোল পুরনিগম।
নয়ন ঘোষ