TRENDING:

Paschim Bardhaman: আসানসোল কেন্দ্রে শুরু উপ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব

Last Updated:

সকালের দিকে বুথের সামনে ভিড় জমিয়েছিলেন বয়স্ক মানুষজন। তীব্র রোদে দাপট এবং লাইনে দাঁড়ানোর হয়রানি এড়াতে সকাল-সকাল ভোট গ্রহণ কেন্দ্রের সামনে হাজির হয়েছিলেন বয়স্ক মানুষ জন। সচিত্র পরিচয় পত্র হাতে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ভোটগ্রহণ শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন বুথের সামনে লাইন দিয়েছিলেন মানুষজন। আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার এলাকার বিভিন্ন বুথে দেখা গিয়েছে মানুষজনের ভিড়। বিশেষত সকালের দিকে বুথের সামনে ভিড় জমিয়েছিলেন বয়স্ক মানুষজন। তীব্র রোদের দাপট এবং লাইনে দাঁড়ানোর হয়রানি এড়াতে সকাল-সকাল ভোট গ্রহণ কেন্দ্রের সামনে হাজির হয়েছিলেন বয়স্ক মানুষ জন। সচিত্র পরিচয় পত্র হাতে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণপর্ব। দু একটি অভিযোগ উঠলেও, মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে। শুধুমাত্র বয়স্ক মানুষজনই নয়, সকাল-সকাল ভোট দিতে লাইনে দাড়িয়েছেন গৃহবধূরাও। বেলার দিকে বাড়ির কাজ সামলানোর জন্য, সকাল থেকে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।স্বাভাবিকভাবেই লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। নিরাপত্তার জন্য কড়া নজরদারি চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বিজেপি এবং বামেদের পক্ষ থেকে দু একটি অভিযোগ তোলা হলেও, এখনও পর্যন্ত বিশেষ অশান্তির খবর পাওয়া যায়নি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে। অন্যদিকে সকাল-সকাল আসানসোলের এলআইসি বুথে নিজের ভোটদান পর্ব মিটিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। অন্যদিকে, সালানপুরের একটি বুথে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট সংযুক্ত না হওয়ার ফলে ভোট গ্রহণ পর্ব শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। বাকোলার কয়েকটি বুথে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে বামেদের পক্ষ থেকে। অন্যদিকে শংকরপুরের দুটি বুথে ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে রাজ্য পুলিশের উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছে। তবে সকাল থেকে মোটের ওপর শান্তিপূর্ণভাবে চলছে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন।
advertisement

Nayan Ghosh

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: আসানসোল কেন্দ্রে শুরু উপ নির্বাচনের ভোটগ্রহণ পর্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল