TRENDING:

West Bardhaman News: জোট বাঁধল তৃণমূল-বিজেপি, মানুষের কথা বলে দুর্গাপুরে মিলে গেল সব!

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি জোট! তাতে আবার যোগ দিল বাম-কংগ্রেস‌ও। মানুষের স্বার্থে এমনই অভূতপূর্ব দৃশ্য দেখা গেল দুর্গাপুরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: পঞ্চায়েত ভোটের আগে একজোট হয়ে গেল তৃণমূল-বিজেপি! দুর্গাপুরের ঘটনা। তবে শুধু যে রাজ্যের শাসক দল বা প্রধান বিরোধীদল একজোট হয়েছে তাই নয়, মানুষের স্বার্থের কথা বলে এই জোটে যোগ দিয়েছে বাকি বিরোধীরা‌ও। দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের মামরা বাজারে একটি জলাশয়কে অবৈধভাবে দখল করার অভিযোগ ওঠে বাপি সরকার নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সেই সেই ঘটনার প্রতিবাদেই একজোট হয়েছে তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সকলে।
advertisement

মামরা বাজার সংলগ্ন এলাকায় একটি জলাশয় রয়েছে। সেই জলাশয় সংলগ্ন এলাকাগুলি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী বাপি সরকারের বিরুদ্ধে। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনে থাকা ওই জায়গাটি অবৈধভাবে দখল করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই নিয়ে স্থানীয় মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়। এই ঘটনা জানতে পেরে অবৈধ দখলদারি উচ্ছেদ করতে এগিয়ে আসে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, পরে আবার ওই ব্যবসায়ী জায়গাগুলি দখল করে নেয়। সেই ঘটনার প্রতিবাদেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার সকলে একজোট হয়। সমস্ত দলের নেতাকর্মীরা একজোট হয়ে ওই ব্যবসায়ীর অবৈধ নির্মাণ সেখান থেকে সরিয়ে ফেলেন।

advertisement

আরও পড়ুন: গোপনে বিঘের পর বিঘে জমিতে হচ্ছিল এই চাষ! পুলিশ এসে নষ্ট করে দিল সবটা

সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন, মানুষের স্বার্থে এই কাজ করা হয়েছে। যেহেতু মানুষের সমস্যা, তাই মানুষের পাশে থাকতে সমস্ত রাজনৈতিক দলগুলি একহয়ে পদক্ষেপ করেছে। তাঁরা আরও বলেন, আগামী দিনে ফের যদি এলাকায় এই ধরনের অবৈধ দখলদারি দেখা যায় তবে আবার তাঁরা একজোট হয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ করবেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটায় আপনিও বানাতে পারেন বহু প্রাচীন 'মন্থল' মিষ্টি, রইল রেসিপি
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: জোট বাঁধল তৃণমূল-বিজেপি, মানুষের কথা বলে দুর্গাপুরে মিলে গেল সব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল