মামরা বাজার সংলগ্ন এলাকায় একটি জলাশয় রয়েছে। সেই জলাশয় সংলগ্ন এলাকাগুলি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী বাপি সরকারের বিরুদ্ধে। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনে থাকা ওই জায়গাটি অবৈধভাবে দখল করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই নিয়ে স্থানীয় মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়। এই ঘটনা জানতে পেরে অবৈধ দখলদারি উচ্ছেদ করতে এগিয়ে আসে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, পরে আবার ওই ব্যবসায়ী জায়গাগুলি দখল করে নেয়। সেই ঘটনার প্রতিবাদেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে এলাকার সকলে একজোট হয়। সমস্ত দলের নেতাকর্মীরা একজোট হয়ে ওই ব্যবসায়ীর অবৈধ নির্মাণ সেখান থেকে সরিয়ে ফেলেন।
advertisement
আরও পড়ুন: গোপনে বিঘের পর বিঘে জমিতে হচ্ছিল এই চাষ! পুলিশ এসে নষ্ট করে দিল সবটা
সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানিয়েছেন, মানুষের স্বার্থে এই কাজ করা হয়েছে। যেহেতু মানুষের সমস্যা, তাই মানুষের পাশে থাকতে সমস্ত রাজনৈতিক দলগুলি একহয়ে পদক্ষেপ করেছে। তাঁরা আরও বলেন, আগামী দিনে ফের যদি এলাকায় এই ধরনের অবৈধ দখলদারি দেখা যায় তবে আবার তাঁরা একজোট হয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ করবেন।
নয়ন ঘোষ