#পশ্চিম বর্ধমান- ঝাড়খণ্ডের নিরসার ইসিএলের খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে মৃত্যু। এলাকায় ব্যাপক উত্তেজনা। ঝাড়খণ্ডের নিরসার ইসিএলের খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে বিপত্তি। সূত্র মারফত জানা গিয়েছে, কয়লাখনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করার সময় হঠাৎ চাংগড় ধসে মৃত্যু হয়। এই ঘটনায় ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। উদ্ধার কাজে নেমেছে স্থানীয় ও পুলিশ প্রশাসন। ঝাড়খণ্ডের নিরসা থানার অন্তর্গত গোপীনাথপুর কাঁপা, সাড়া, দহিবাড়ি, এই তিন জায়গায় ধ্বস নামার ফলে এখনো পর্যন্ত আশেপাশের গ্রামের চারজন মহিলা, একজন পুরুষের দেহ উদ্ধার করা হয়েছে।