পশ্চিম বর্ধমান এবং ঝাড়খণ্ড সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বীরগাঁও ঘাটের কাছে এই দুর্ঘটনা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার রাতের দিকে ঝড়-বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নৌকাটি। তার ফলে এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার সময় সেখানে ১৬ জন যাত্রী ছিলেন বলে খবর। পাশাপাশি নৌকাতে আটটি বাইক ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। মাঝ নদীতে নৌকা উলটে গিয়েছে। ফলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকে চলছে তল্লাশি। চলছে উদ্ধারকাজ। ডুবুরি নামিয়ে চালানো হচ্ছে তল্লাশি। প্রচুর পরিমাণে পুলিশ রয়েছেন ঘটনাস্থলে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বহু যাত্রী। তাদের বর্তমান অবস্থা নিয়ে শংকিত রয়েছেন সকলেই। পুরো এলাকায় শোকের ছায়া। উদ্বিগ্ন সকলেই। এই ঘটনার জেরে এলাকার পরিস্থিতি রীতিমতো উদ্বিগ্ন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারের জন্য প্রার্থনা করছেন সবাই। ওই নৌকা থেকে জীবন বাঁচিয়ে ফিরতে পারা এক যাত্রী জানাচ্ছেন, দুর্ঘটনাগ্রস্ত নৌকাটি যাত্রা শুরু করার পরে মাঝ নদীর কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঝড়-বৃষ্টির জেরে উলটে গিয়েছে নৌকাটি। তারা দুজন কোনরকমে সাঁতরে পারে ফিরে এসেছেন। চিৎকার করেছেন গ্রামবাসীদের সাহায্যের জন্য। অনেকেই নৌকা নিয়ে এগিয়ে গিয়েছেন। ততক্ষণে জলে ডুবে গিয়েছেন বহু মানুষ। এখনো পর্যন্ত তাদের খোঁজে চলছে তল্লাশি।
advertisement