অনেকটা শুঁয়োপোকার মতো দেখতে এই লুপা পোকা। তাদের আক্রমণে মাথায় হাত পড়েছে উত্তর দিনাজপুরের চা বাগান মালিকদের। সঙ্কটে ভুগছে উত্তরের চা শিল্প।
আরও পড়ুন: পানীয় জলের অভাবে বন্ধ হয়ে যেতে পারে স্কুল!
চোপড়ার হাপতিয়াগঞ্জ, বুড়িগাছি, দাসপাড়া, দক্ষিণ আড়িয়াগাঁও, দামোদর পাড়া সহ বিভিন্ন এলাকায় এই লুপা পোকার উপদ্রব খুব বেশি। এই সব এলাকার চা-বাগানগুলিতে পোকার উপদ্রব সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র চা চাষিরা। চোপড়ার হাপ্তিয়াগঞ্জ এলাকার চা চাষি মহম্মদ সহনাবাজ আসরফ জানান, তাঁর চার একর জমিতে এই লুপা পোকার আক্রমণ বেড়ে গিয়েছে। বিভিন্ন ধরনের রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করেও কোনও কাজ হচ্ছে না। লুপা পোকা তাড়াতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেলেও কোনও ফল না হওয়ায় বিপুল ক্ষতির আশঙ্কায় ভুগছেন তিনি।
advertisement
চা উৎপাদকদের দাবি, চা গাছ বাঁচানোটাই এখন বড় চ্যালেঞ্জ। গোটা বাগানজুড়ে এই পোকার উপদ্রবে রোগা হয়ে যাচ্ছে চা গাছ। সেক্ষেত্রে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে তা ভেবে পাচ্ছেন না চা উৎপাদকরা। এই লুপা পোকা চায়ের পাতা ও চায়ের কাণ্ডের সব রস শুষে খেয়ে নেয়। এই ব্যাপারে কৃষি বিজ্ঞানী ধনঞ্জয় মণ্ডল জানান, প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করলে তবেই একমাত্র এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।
পিয়া গুপ্তা