গত ২৮শে জুলাই থেকে ৩০শে জুলাই কলম্বোতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেয়। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন রায়গঞ্জের নেতাজিপল্লীর বাসিন্দা সোনিয়া। সোনিয়ার বাবা বরেন বৈশ্য একজন ব্যবসায়ী।
আরও পড়ুন ঃ প্রাচীন দানাশস্য চাষকে পুনর্জীবিত করতে অনবদ্য প্রয়াস কৃষি বিজ্ঞান কেন্দ্রের
advertisement
মেয়ের স্বপ্ন পূরণে বরাবরই মেয়ের পাশে থেকেছেন বরেন বাবু। সোনিয়ার বাবা বরেন বৈশ্য বলেন মেয়ের প্রথম থেকেই স্বপ্ন ছিল ভারতের হয়ে বিদেশের মাটিতে সে খেলবে। তবে আজ তার জীবনের সবথেকে বড় স্বপ্ন সে পূরণ করেছে। মেয়ের সাফল্যে তিনি বাবা হিসেবে গর্বিত। এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সোনিয়া।
আপাতত তাঁর লক্ষ্য আসন্ন এশিয়ান গেমস ২০২৩ ৷ যা অনুষ্ঠিত হবে চিনের হ্যাংঝাউয়ে। সেখানে অংশগ্রহণ করে দেশের হয়ে সোনা লক্ষ্য সোনিয়ার। তার জন্য সে দিনরাত পরিশ্রম করে চলেছেন। বর্তমানে সোনিয়া পুনেতে ন্যাশনাল অ্যাথলেটিক্স ক্যাম্পে রয়েছেন।
আরও পড়ুনঃ বাজার নয়! ভালোবাসার দোকান থেকে সবজি কিনতে ভিড় উপচে পড়ছে সাধারণ মানুষের
উল্লেখ্য, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে প্রথম ও দ্বিতীয় হয় ভারতের দুই কন্যা। প্রথম হয় রায়গঞ্জের সোনিয়া বৈশ্য ও দ্বিতীয় হয় ভারতেরই দিসনা ম্যাথিউ এবং তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রতিযোগী। দেশের দুই কন্যার এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও।
পিয়া গুপ্তা