একেবারে বিরোধী শূন্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি সদস্য ও জেলা পরিষদ! সকাল সকাল চোপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দফতর থেকে সংশয়পত্র হাতে পাওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থীরা,জয়ের উল্লাসে মেতে ওঠে!
আরও পড়ুন: ‘গণনা হল নাকি সাপ মরলো না ব্যাঙ!’ বিজেপি প্রার্থীর অভিযোগে তুলকালাম! ফের গণনার দাবি!
advertisement
আরও পড়ুন:
চোপড়া এলাকার বিভিন্ন রাজপথ ধরে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পটকা বাজি ও সবুজ আবিরে মেতে উঠেন! তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থকদের মুখে চওড়া হাসি, এর পাশাপাশি আগামী একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সভা ধর্মতলা চলো সেই বার্তা নিয়ে আজকের এই বিজয় মিছিলে যোগ দেন চোপড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান, চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন ঘোষ,
পিয়া গুপ্তা