তার পর দাবি, শনিবার সকালে মন্দির খুলতেই চক্ষু চড়কগাছ। তালা বন্ধ মন্দিরের ভিতরেই লাল রংয়ের আলতা মাখা পায়ের ছাপ। যা দেবীর বেদি থেকে বাইরের দিকে চলে গিয়েছে। এই খবর জানাজানি হতে শোরগোল পড়ে যায় চারিদিকে। পুরোহিত সুন্দর গোস্বামী জানান, ‘‘বিকেলের দিকে মন্দির খুলতেই দেখতে পাই পায়ের ছাপ। সাধারণ মানুষের পায়ের ছাপ ভেবেই মুছে দিই। এর পর তালা খুলতেই পর পর বেশ কয়েকটা ছাপ দেখে হতভম্ব হয়ে পড়ি ও বাকিদের জানাই।’’
advertisement
আরও পড়ুন : একটা ঘাসেই কমে লিভারের রোগ থেকে কোষ্ঠকাঠিন্য! পেটের সব অসুখ দূর করে এর গুণাগুণ
এ ব্যাপারে বিজ্ঞানমঞ্চের সদস্য তপন চক্রবর্তী জানান, ‘‘এমন ঘটনা প্রায় সময় শোনা যায়। তবে আলতা পরে কেউ মন্দিরেও গিয়ে থাকেন হয়তো, এটা তারই ছাপ। নয়তো বা সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য পরিকল্পনামাফিক এমন করা হতে পারে।’’ তবে মন্দিরে আলতা পায়ের ছাপ দেখতে বহু দূরদূরান্ত থেকে মানুষ এসে হাজির হচ্ছে মন্দিরে।