TRENDING:

Temple News: বন্ধ মন্দির খুলতেই ‘আলতা পরা পায়ের ছাপ’! চাঞ্চল্য রায়গঞ্জের সুভাষগঞ্জে

Last Updated:

Temple News: সকালে মন্দির খুলতেই চক্ষু চড়কগাছ পুরোহিতের 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বন্ধ মন্দির খুলতেই আলতা পায়ের ছাপকে ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার প্রতিদিনের মত পুজো দেওয়ার পর তালা দিয়ে বাড়ি চলে যান মন্দিরের পুরোহিত সুন্দর গোস্বামী।
advertisement

তার পর দাবি, শনিবার সকালে মন্দির খুলতেই চক্ষু চড়কগাছ। তালা বন্ধ মন্দিরের ভিতরেই লাল রংয়ের আলতা মাখা পায়ের ছাপ। যা দেবীর বেদি থেকে বাইরের দিকে চলে গিয়েছে। এই খবর জানাজানি হতে শোরগোল পড়ে যায় চারিদিকে। পুরোহিত সুন্দর গোস্বামী জানান, ‘‘বিকেলের দিকে মন্দির খুলতেই দেখতে পাই পায়ের ছাপ। সাধারণ মানুষের পায়ের ছাপ ভেবেই মুছে দিই। এর পর তালা খুলতেই পর পর বেশ কয়েকটা ছাপ দেখে হতভম্ব হয়ে পড়ি ও বাকিদের জানাই।’’

advertisement

আরও পড়ুন : একটা ঘাসেই কমে লিভারের রোগ থেকে কোষ্ঠকাঠিন্য! পেটের সব অসুখ দূর করে এর গুণাগুণ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এ ব্যাপারে বিজ্ঞানমঞ্চের সদস্য তপন চক্রবর্তী জানান, ‘‘এমন ঘটনা প্রায় সময় শোনা যায়। তবে আলতা পরে কেউ মন্দিরেও গিয়ে থাকেন হয়তো, এটা তারই ছাপ। নয়তো বা সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য পরিকল্পনামাফিক এমন করা হতে পারে।’’ তবে মন্দিরে আলতা পায়ের ছাপ দেখতে বহু দূরদূরান্ত থেকে মানুষ এসে হাজির হচ্ছে মন্দিরে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Temple News: বন্ধ মন্দির খুলতেই ‘আলতা পরা পায়ের ছাপ’! চাঞ্চল্য রায়গঞ্জের সুভাষগঞ্জে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল