Durba Grass Benefits: একটা ঘাসেই কমে লিভারের রোগ থেকে কোষ্ঠকাঠিন্য! পেটের সব অসুখ দূর করে এর গুণাগুণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Durba Grass Benefits: শারীরিক নানা ও রোগ উপশমে বেশ কার্যকরী এই ঘাস
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: সনাতনী রীতি অনুযায়ী দূর্বা ঘাস অত্যন্ত পবিত্র। এই দূর্বা ঘাস পুজোয় কাজে লাগে। ভাইফোঁটা, জন্মদিন, বিয়ে-সহ যে কোনও পবিত্র অনুষ্ঠানে প্রয়োজন দূর্বা ঘাসের। তবে শুধু যে ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় এই দূর্বা ঘাস তা নয়, শারীরিক নানা ও রোগ উপশমে বেশ কার্যকরী এই ঘাস।
বাড়ির পাশে কিংবা রাস্তার ধারে মাটিতে অযত্নে বেড়ে ওঠে এই ঘাস। সাদা মাটিতে সবুজ এই দূর্বা ঘাস দেখলে মনে হবে যেন সবুজের গালিচা বিছানো। পুজো কিংবা সামাজিক কোনও অনুষ্ঠানে যেমন কাজে লাগে, তেমনই নানান ও রোগব্যাধি দূর করতে দূর্বা ঘাসের জুড়ি মেলা ভার। কোষ্ঠকাঠিন্য, লিভারের সমস্যা দূর করতে কাজে লাগে এই ঘাস।
advertisement
আরও পড়ুন : কালীপুজোর আগের দিন খাওয়া চোদ্দ শাক ঠিক কোনগুলি? কেন খাওয়া হয় এই শাক? জানুন উপকারিতা
প্রসঙ্গত, দূর্বা ঘাসের স্বাদ কষা-মিষ্টি। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, পটাশিয়াম থাকে। কোষ্ঠকাঠিন্যের রোগ নিরাময়েও সাহায্য করে দূর্বা ঘাস। শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও গ্রামীণ এলাকায় দূর্বা ঘাসের রস খাওয়ানো হয় বাচ্চাদের।পাকস্থলী, যকৃত সংক্রান্ত রোগের জন্য এই ঘাস বেশ কার্যকর।শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এই ঘাস।
advertisement
advertisement
অনিদ্রা কিংবা মানসিক চাপ থেকেও সহজেই মুক্তি মেলে। ত্বকের নানা সমস্যা সমাধানে কাজে লাগে এই অযত্নে বেড়ে উঠা ঘাস।পাশাপাশি অ্যালার্জির সমস্যা সহজেই দূর হয়ে যায় নিমেষে। লোহিত রক্তকণিকা বাড়াতেও কাজে আসে এই দূর্বাঘাস। যে কারণে একে সবুজ রক্তও বলা হয়। নিয়মিত ভাবে দূর্বার ঘাস খেতে পারলে খুবই ভাল।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2023 5:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durba Grass Benefits: একটা ঘাসেই কমে লিভারের রোগ থেকে কোষ্ঠকাঠিন্য! পেটের সব অসুখ দূর করে এর গুণাগুণ