আপনার যদি বয়স ১৮ বছরের কম থাকে এবং পরিবার থেকে আপনার ইচ্ছার বিরুদ্ধে যদি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কী করবেন কাকে জানাবেন? কোন নম্বরে ফোন করবেন জানেন? এ ব্যাপারে শিশু সুরক্ষা দফতরের আধিকারিক অসিত রঞ্জন দাস জানান, কোন নাবালক বা নাবালিকাকে জোর করে বিয়ে দেওয়া হলে অভিযোগ জানাতে দুটো টোল ফ্রি নাম্বার রয়েছে ১০৯৮ অন্যটি ১১২।
advertisement
আরও পড়ুন:এই শ্রাবণে জল্পেশের শ্রাবণী মেলায় যাচ্ছেন? ভুলেও এই কাজগুলি করবেন না সেখানে! জেনে নিন আগেভাগেই
এই নম্বরগুলোতে ফোন করে আপনি সরাসরি পুলিশকে কমপ্লেন করতে পারবেন। এছাড়া স্থানীয় পুলিশ স্টেশন কিংবা বিডিও অফিসেও জানাতে পারবেন। যদি দেখা যায় এক্ষেত্রে সেই নাবালিকার বিয়ে আটকানো গেল না বিয়ে হয়ে গেল এক্ষেত্রে কী করবেন? এক্ষেত্রে বিবাহ বাতিলের জন্য একটি পিটিশন দায়ের করতে হবে এরপর সেই আবেদনের ভিত্তিতে সে পরিবারকে কাউন্সেলিং করা হবে। এবং সেই নাবালিকাকে ১৮ বছর না হওয়া পর্যন্ত হোমে রাখা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা





