পুলিশের ঘরেই চোরের হানা! নিরাপত্তাহীন ইসলামপুরে বাড়ছে আতঙ্ক, কী হল জানুন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
ইসলামপুরে পুনীত কুমার মিশ্রা নামে পুলিশ কর্মীর বাড়িতে চুরি, সোনার গহনা ও নগদ টাকা উধাও। প্রশাসনের ব্যর্থতা নিয়ে এলাকায় চাঞ্চল্য, তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।
ইসলামপুর, উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য : এবার পুলিশের ঘরেই চোরের হানা। দীর্ঘদিন ধরে ইসলামপুর শহরে একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল। আর এবার সেই প্রশ্ন আরও জোরালো হলো যখন এক পুলিশ কর্মীর বাড়িতেই চুরির ঘটনা সামনে এল।
ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায়। জানা গিয়েছে, অতুল চন্দ্র পালের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকেন পুনীত কুমার মিশ্রা নামে এক পুলিশ কর্মী। আর সেই পুলিশ কর্মীর ঘরেই চোরেরা হানা দেয় রবিবার গভীর রাতে।
advertisement
advertisement
জানা যায়, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার গহনা ও প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার নগদ অর্থ। পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে ঘরে কেউ না থাকায় চোরেরা সুযোগ নেয়। সকালে ঘরের দরজা খোলা অবস্থায় দেখে পরিবার ও প্রতিবেশীরা বুঝতে পারেন কিছু একটা গোলমাল ঘটেছে।
advertisement
খবর ছড়াতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শহরে একের পর এক চুরি হলেও দুষ্কৃতীদের ধরতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। এমনকি পুলিশের ঘরেও যখন নিরাপত্তা নেই, তখন সাধারণ মানুষের ঘরে কতটা নিরাপত্তা আছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনাটি ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র ইসলামপুর জুড়ে।
view commentsLocation :
Islampur,Murshidabad,West Bengal
First Published :
November 10, 2025 5:12 PM IST

