জেলা মৃত্তিকা রসায়নবিদ ডঃ সুব্রত ঘোষাল বলেন, ‘এই সার্টিফিকেট প্রমাণ করল আমাদের রিপোর্ট বিশ্বমানের। এখন থেকে এই রিপোর্ট নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। ভারত সরকার খুব কম ল্যাবরেটরিকে এমন স্বীকৃতি দেয়৷ উচ্চমানের প্যাথলজিক্যাল ল্যাবগুলো এই স্বীকৃতি পায়। এবার উত্তর-পূর্ব ভারতের মধ্যে আমরা এটা পেলাম। এর কৃতিত্ব পরীক্ষাগারের সকল কর্মী থেকে পূর্বতন ও বর্তমান আধিকারিকদের।’
advertisement
আরও পড়ুন:বর্ষায় মাছ-চিকেন সপ্তাহে কোনটা ক’দিন? পুষ্টি মিললেও সংক্রমণ হবে না তো? বিশেষজ্ঞের পরামর্শ মানুন
মৃত্তিকা পরীক্ষার পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত তথ্যের যোগান, স্টাফদের সুরক্ষা, তাঁদের প্রশিক্ষণ, আভ্যন্তরীণ কোয়ালিটি কন্ট্রোল, অডিট, প্রশিক্ষিত স্টাফ, ল্যাবের পরিষ্কার পরিচ্ছন্নতা, কাচের যন্ত্রপাতি, উপযুক্ত পরিকাঠামো ও নিখুঁত গবেষণার চেষ্টা করা হয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে। ২৯ জুলাই থেকে আগামী ৩ বছর পর্যন্ত এই স্বীকৃতি বৈধ থাকবে। পরবর্তী পর্যায়ে তার এক্সটেনশন হতে পারে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা







