রায়গঞ্জ এক্সপো মেলায় এবার বাংলাদেশের জনপ্রিয় জামদানি শাড়ির সম্ভার। যেখানে রয়েছে বাংলাদেশের বিখ্যাত ঢাকাই জামদানি। কার্পাস তুলা থেকে পাওয়া সুতা দিয়ে তৈরি জামদানি শাড়ি ভালোবাসেন না এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। সূক্ষ্ণ কাজ আর রুচিশীল ডিজাইনের জন্য এই শাড়ি সবার কাছেই পছন্দের।
আরও পড়ুন ঃ নাবালিকা প্রেমিকার অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে হুমকি! বেদম মার যুবককে
advertisement
এই ঢাকাই জামদানির মূল আবির্ভাব বাংলাদেশে। বাংলাদেশের বাঙালী তাঁতিরা নিজেদের হাতে বুনে থাকেন এই শাড়ি গুলো। ইউনিক ডিজাইনের কারণে বাংলাদেশের তৈরি ঢাকাই জামদানি চাহিদা সর্বত্রই তুঙ্গে। তবে এই প্রথম রায়গঞ্জ এর এক্সপোতে বাংলাদেশের বিখ্যাত ঢাকাই জামদানির স্টলে জামদানি কিনতে ভিড় মহিলাদের।
রায়গঞ্জ এক্সপো মেলায় বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে আগত মোহাম্মদ রনি জানান এই এক্সপো মেলাতে বাংলাদেশের জনপ্রিয় ঢাকাই জামদানি ছাড়াও রয়েছে রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি এছাড়াও ঢাকা শেরপুরের কাতান। যেগুলোর দাম ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।
আরও পড়ুন ঃ বৃষ্টি না হওয়ায় পালা গানের মাধ্যমে জল দেবতাকে আহ্বান গ্রামবাসীদের
শাড়ি বিক্রেতা মোহাম্মদ রনি জানান বাংলাদেশের সব থেকে জনপ্রিয় শাড়ি ঢাকাই জামদানির বিভিন্ন ধরনের কালেকশন তাদের কাছে রয়েছে। যে গুলোর দাম ১০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। বাংলাদেশের শাড়ির স্টলে শাড়ি কিনতে আসা ক্রেতা গোপা সরকার জানান বাংলাদেশের বিভিন্ন নিত্য নতুন কালেকশন রয়েছে বাংলাদেশের এই স্টলে। যা সকলকে আকর্ষণ করবে।
পিয়া গুপ্তা