TRENDING:

Uttar Dinajpur News: চৌধুরী বাড়ির দুর্গাপুজোয় কলা বউকে পালকিতে করে মন্দিরে নিয়ে আসা হত

Last Updated:

কালিয়াগঞ্জের চৌধুরী বাড়ির দুর্গাপুজোর বয়স ২০০ বছর। একসময় এখানকার কলা বউকে পালকিতে করে মন্দিরে নিয়ে আসা হত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: আজ থেকে ২০০ বছর আগে ভেলাই গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপুজো শুরু হয়েছিল। জায়গাটি বর্তমানে কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সেই সময় গোটা জায়গাটি ঘন জঙ্গলে ভরা ছিল। সেই সময় আশেপাশে আর কোথাও তেমনভাবে দুর্গাপুজো হত না। জানা যায়, বর্ধমান থেকে এসে মধুসূদন চৌধুরী এই গ্রামে শুরু করেছিলেন দুর্গাপুজো। গত দুই শতক ধরে একইভাবে হয়ে আসছে চৌধুরী বাড়ির দুর্গাপুজো। এই পুজোর সবচেয়ে জনপ্রিয় রীতি ছিল, ষষ্ঠীর সকালে বাড়ির সকলে মিলে কলা বউকে পালকিতে করে নদীতে স্নান করিয়ে নিয়ে আসা।
advertisement

আরও পড়ুন: ‘যেমন কর্ম তেমন ফল’, সেই কর্মফল এবার দুর্গাপুজোর থিম

একটা সময় এই পুজোকে কেন্দ্র করে ভেলাই গ্রামে বসত যাত্রাপালার পাশাপাশি মেলা। কিন্তু আজ সেই সব ইতিহাস। স্মৃতি বিজারিত এই ভেলাই গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপুজো এখন যেন অস্তিত্ব রক্ষার লড়াই লড়ে কোনরকমে টিকে আছে। চৌধুরী বাড়ির প্রবীণ সদস্যা অর্চনা চৌধুরী জানান, ষষ্ঠীর দিন সকলে নদীতে জল ভরতে যাওয়া হ‌ত ও কলাবউকে স্নান করিয়ে পালকিতে করে দেবীর স্থানে নিয়ে যাওয়ার নিয়ম ছিল। তিনদিন ধরে নিয়ম নিষ্ঠা সহকারে চলত পুজো। বহু দূরদূরান্ত থেকে মানুষ এই পুজো দেখতে ছুটে আসতেন।

advertisement

কিন্তু বর্তমানে আর সেই জমিদারি নেই। মধুসূদন চৌধুরীর পরবর্তী বংশধরদের অনেকেই মারা গেছেন। প্রাচীন জমিদার বাড়ির এই পুজোর জৌলুস কিছুটা কমলেও আজও নিয়ম নিষ্ঠা সহকারে চলে আসছে চৌধুরী বাড়ির এই পুজো।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: চৌধুরী বাড়ির দুর্গাপুজোয় কলা বউকে পালকিতে করে মন্দিরে নিয়ে আসা হত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল