আরও পড়ুন: ‘যেমন কর্ম তেমন ফল’, সেই কর্মফল এবার দুর্গাপুজোর থিম
একটা সময় এই পুজোকে কেন্দ্র করে ভেলাই গ্রামে বসত যাত্রাপালার পাশাপাশি মেলা। কিন্তু আজ সেই সব ইতিহাস। স্মৃতি বিজারিত এই ভেলাই গ্রামের চৌধুরী বাড়ির দুর্গাপুজো এখন যেন অস্তিত্ব রক্ষার লড়াই লড়ে কোনরকমে টিকে আছে। চৌধুরী বাড়ির প্রবীণ সদস্যা অর্চনা চৌধুরী জানান, ষষ্ঠীর দিন সকলে নদীতে জল ভরতে যাওয়া হত ও কলাবউকে স্নান করিয়ে পালকিতে করে দেবীর স্থানে নিয়ে যাওয়ার নিয়ম ছিল। তিনদিন ধরে নিয়ম নিষ্ঠা সহকারে চলত পুজো। বহু দূরদূরান্ত থেকে মানুষ এই পুজো দেখতে ছুটে আসতেন।
advertisement
কিন্তু বর্তমানে আর সেই জমিদারি নেই। মধুসূদন চৌধুরীর পরবর্তী বংশধরদের অনেকেই মারা গেছেন। প্রাচীন জমিদার বাড়ির এই পুজোর জৌলুস কিছুটা কমলেও আজও নিয়ম নিষ্ঠা সহকারে চলে আসছে চৌধুরী বাড়ির এই পুজো।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2023 2:52 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Uttar Dinajpur News: চৌধুরী বাড়ির দুর্গাপুজোয় কলা বউকে পালকিতে করে মন্দিরে নিয়ে আসা হত