আবু সামার বাবা জসিরুদ্দিন দিনমজুরি কাজ করে সংসার চালান। আর্থিক অবস্থা ভাল না থাকার কারণে ছেলের জন্য কোনও গৃহশিক্ষক রাখতে পারেননি তিনি। কিন্তু ছেলের এত ভাল ফলে খুশি আবু সামার বাবা-মা। আগামীদিনে ছেলের পড়াশোনার জন্য আরও পরিশ্রম করবেন বলে জানিয়েছেন আবু সামার বাবা।
তাঁর বাড়িতে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ চাইছে খুবই দরিদ্র পরিবারের ছেলে আবু সামা। তার সাফল্যে এলাকার মানুষ বেশ গর্বিত। উচ্চ শিক্ষার জন্য রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
advertisement
২৪ শে মে বুধবার প্রকাশিত হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল।উত্তর দিনাজপুর জেলার কানকি প্রমোদ দাসগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র আবু সামা উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজ্যে। তিনি যাতে মানুষের মতো মানুষ হতে পারেন, এই কামনা করেছে বিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সিনহা। আবু সানা জানিয়েছেন, পরীক্ষার আগে সে ৮ থেকে ৯ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি। তাঁর প্রথম থেকে ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার কিন্তু অর্থের অভাবের জন্য সেটা আর হয়ে ওঠেনি। কোনও গৃহশিক্ষক ছাড়াই এই সাফল্য অর্জন করতে পেরেছে। সে জানায় তার ইচ্ছে ছিল প্রথম হওয়ার কিন্তু সে হতে পারেনি। তবে যেটা হতে পেরেছে তাতে সে ভীষণখুশি।
পিয়া গুপ্তা





