হবু মায়েদের পুষ্টি প্রদানের ক্ষেত্রে আশা কর্মীদের মারফত হবু মায়েদের সমস্ত ডিটেলস নিয়ে নাম নথিভুক্ত করা হয়। কিন্তু এই প্রধানমন্ত্রী মাতৃ যোজনা প্রকল্পে গর্ভবতী মায়েদের নাম নথিভুক্ত করেও আজ কয়েক বছর ধরে প্রসূতি মায়েদের মিলছে না এই প্রকল্পের টাকা। এমনই অভিযোগ করে এদিন আন্দোলনে বসলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।
আরও পড়ুন ঃ নিজেদের প্রাণ বাঁচাতে সাহসী পদক্ষেপ দুই বোনের! অ্যাসিড হামলায় আহত চারজন দালাল
advertisement
উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় অবস্থিত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে এই নিয়ে এদিন ডেপুটেশন প্রদান করলেন সমস্ত আশা কর্মীরা। আশা কর্মীরা জানান প্রধানমন্ত্রী মাতৃ যোজনার তরফে পাঁচ হাজার টাকা করে পান প্রসূতি মেয়েরা।
কিন্তু বিগত দিনে এই প্রকল্পে আবেদনকারীদের মধ্যে মাত্র এক শতাংশই এই প্রকল্পের সুবিধা পেয়েছিল। বাকি ৯৯ শতাংশ প্রসূতি মায়েদের টাকা বকেয়া রয়েছে। ফলে প্রধানমন্ত্রী মাতৃ যোজনা প্রকল্পের কাজ করতে গেলে প্রসূতি মা ও তাদের পরিবারের দ্বারা প্রকল্পের টাকা না পাওয়ায় বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে আশা কর্মীদের। ফলে প্রসূতি মায়েদের নাম নথিভুক্ত করার কাজ করতে নারাজ আশা কর্মীরা।
পিয়া গুপ্তা