OPSC Recruitment 2021: আবেদনের তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে, চলবে আগামী ২৯ অক্টোবর, ২০২১ তারিখ পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে OPSC-র অফিসিয়াল ওয়েবসাইটেই প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
আরও পড়ুন - Virat Kohli ও BCCI সম্পর্ক কিছুদিন ধরে ঠিক নেই, বড় দাবি প্রাক্তন নির্বাচক প্রধানের
advertisement
OPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
কমিশনের তরফে জানানো হয়েছে, গ্রুপ- এ (JB) পদের জন্য মোট ৩৬টি শূন্যপদ (Job Vacancy) রয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (OPSC)
পদের নাম: জিওলজিস্ট
শূন্যপদের সংখ্যা: ৩৬
কাজের স্থান: ওড়িশা
কাজের ধরন: সরকারি কাজ
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু: ১৫.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতা: জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি অথবা আর্থ সায়েন্সে মাস্টার্স ডিগ্রি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে
আবেদনের শেষ দিন: ২৯.১০.২০২১
OPSC Recruitment 2021: বয়সসীমা
১ জানুয়ারি, ২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর এবং সর্বনিম্ন ২১ বছর ধার্য করা হয়েছে।
OPSC Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি অথবা আর্থ সায়েন্সে অন্তত পক্ষে সেকেন্ড ক্লাস মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
OPSC Recruitment 2021: আবেদন ফি
প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। ওড়িশায় বসবাসকারী তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনও আবেদন ফি লাগবে না।
আরও পড়ুন - Pak vs NZ: জারি Security Alert ! Pakistan এ সিরিজ খেলবে না New Zealand
OPSC Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
উল্লিখিত পদে নিয়োগের জন্য মূলত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
OPSC Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে গিয়ে "APPLY ONLINE" অপশনের 'New User' লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে প্রাপ্ত "Geologists in Group-A-Junior Branch (GEO)" লিঙ্কটিতে ক্লিক করে "Proceed to Registration"-এর "Ok" অপশনে ক্লিক করে আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে জমা দিতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।