TRENDING:

Year Ender 2023: লক্ষ লক্ষ মানুষ মুছে ফেলতে চেয়েছেন এই সোশ্যাল মিডিয়া অ্যাপ! ২০২৩ সালের বড় সত্যি চমকে দেবে

Last Updated:

Year Ender 2023: এই তথ্য জানলে চমকে যাবেন! বিরাট সত্যি সামনে এল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Year Ender 2023: তরুণ প্রজন্ম নাকি সোশ্যাল মিডিয়ায় আসক্ত। ঘণ্টার পর ঘণ্টা তাঁরা কাটিয়ে দেন স্মার্টফোনের নীল আলোয়। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ২০২৩ সালে কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ নিজেদের ফোন থেকে ডিলিট করে দিয়েছেন অনেক ব্যবহারকারীই। ‘মোস্ট ওয়ান্টেড টু বি ডিলিটেড’—এমন একটি তালিকা যা হিসেব দেখায় বিশ্বের বহু মানুষ কোন কোন অ্যাপ মুছে ফেলতে বা ডিলিট করে ফেলতে চেয়েছিলেন।
advertisement

আসলে এই সব সোশ্যাল মিডিয়া অ্যাপের এক একটির ফিচার এক এক রকম, এদের উদ্দেশ্যও এক এক রকম। যেমন ধরা যাক Instagram বা Snapchat, এগুলি ব্যবহারকারীর নিজের বন্ধুবৃত্ত বা তার বাইরের মানুষের সঙ্গেও নিজেদের আপডেট শেয়ার করার জন্য ব্যবহার করা হয়। আবার TikTok এমনকী Reels হল এমন প্লাটফর্ম যা সর্বজনীন। ব্যবহারকারী একবার তা শেয়ার করলে যেকোনও মানুষ দেখতে পাবেন। এরই পাশাপাশি রয়েছে WhatsApp বা X (আগের Twitter)।

advertisement

এই অ্যাপগুলি নির্দিষ্ট স্ক্রিন টাইম দাবি করে। TRG ডেটা সেন্টারের কাছে জানতে চাওয়া হয় কোন অ্যাপগুলি মানুষ ডিলিট করে দিতে চেয়েছেন ২০২৩ সালে। উত্তরটা চমকে দেওয়ার মতোই।

২০২৩-এর মোস্ট ওয়ান্টেড টু বি ডিলিট অ্যাপ—

২০২৩ সালে লক্ষাধিক মানুষ তাঁদের স্মার্টফোন থেকে Instagram মুছে ফেলতে চেয়েছিলেন। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। Meta-মালিকানাধীন এই অ্যাপটি কীভাবে মুছে ফেলা যায় তা নিয়ে সার্চ করা হয়েছে ইন্টারনেটে। উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় এক মিলিয়ন মানুষ Instagram মুছে ফেলার জন্য কী করতে হবে, তা জানতে চেয়েছেন।

advertisement

আরও পড়ুন: আপনার নামের প্রথম অক্ষর কি A, B, C, D, E, G, O, K, L, N, T, U, V দিয়ে শুরু? তাহলে জেনে নিন চরিত্র ও কেমন যাবে ২০২৪

তবে হ্যাঁ, জানতে চেয়েছেন মানেই যে ডিলিট করে দিয়েছেন এমন নয়। কারণ, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী Instagram-এ প্রতিমাসে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২.৪ বিলিয়ন। যাই হোক, Instagram ফোটো হোস্টিং, রিল এবং এমনকী মেসেজিংয়ের মাধ্যমে ভিডিও তৈরি করার ফিচার খুবই জনপ্রিয়। তার পরেও লক্ষ লক্ষ মানুষ প্ল্যাটফর্ম ছেড়ে যেতে চাইছেন বা পথ খুঁজছেন।

advertisement

আরও পড়ুন: আপনার নামের প্রথম অক্ষর P, R, S, M অথবা H? ২০২৪ কেমন কাটবে? কেমন মানুষ ‘এঁরা’? জানুন

Instagram-এর পরেই যে অ্যাপটি মুছতে চেয়েছেন সব থেকে বেশি ব্যবহারকারী তা হল Snapchat। ২০২৩ সালে প্রায় ১,৩০,০০০ অনুসন্ধান করা হয়েছে কীভাবে Snapchat অ্যাকাউন্ট ডিলিট করা যায়।এই তালিকার সেরা পাঁচে জায়গা করে নিয়েছে X, Telegram, Facebook-ও। সব থেকে কম মানুষ মুছে ফেলতে চেয়েছেন YouTube এবং TikTok।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Year Ender 2023: লক্ষ লক্ষ মানুষ মুছে ফেলতে চেয়েছেন এই সোশ্যাল মিডিয়া অ্যাপ! ২০২৩ সালের বড় সত্যি চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল