Know Your Luck In 2024: আপনার নামের প্রথম অক্ষর কি A, B, C, D, E, G, O, K, L, N, T, U, V দিয়ে শুরু? তাহলে জেনে নিন চরিত্র ও কেমন যাবে ২০২৪
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Know Your Luck In 2024: নামের প্রথম অক্ষর বলে দেবে আপনি কেমন মানুষ! কেমন যাবে আপনার ২০২৪? জেনে নিন অক্ষর মিলিয়ে
advertisement
advertisement
আপনার নামের প্রথম অক্ষর যদি K হয় তবে নতুন বছর আপনার দারুণ কাটবে! অর্ধভাগ্য বিরাট ভাল! তবে সাবধান আপনার সম্মানহানি হওয়ার যোগ রয়েছে! এই নামের ব্যক্তিরা একগুঁয়ে হন! বিপদ থেকে বেরোবার পথ সহজে বের করে ফেলেন! আশেপাশের লোকজনকে প্রভাবিত করে তাদের স্বভাব! চরিত্রের মধ্যে একটা ম্যাজিক আছে! যেকোনও সমস্যা খুব ভাল সামলাতে পারেন! photo source collected
advertisement
advertisement
advertisement
আপনার নামের শুরু যদি হয় U দিয়ে তবে শুরুর দু-তিন মাস একটু খারাপ কাটবে! তারপর বেশ ভাল কাটবে! খ্যাতি ও অর্থ দুই-ই আসবে জীবনে! বছরের শেষ ভাগে অসুখে ভুগতে পারেন! এই অক্ষরের মানুষদের আকর্ষণ করার ক্ষমতা খুব বেশি হয়! এঁরা চট করে মানুষের ভালবাসা পান। এঁরা সৌখিন হয়। বিলাসিতা পছন্দ করেন! নিজেকে নিয়ে ভাবেন। যত্নশীল হন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
যাদের নাম G দিয়ে শুরু তাদের জন্য নতুন বছর খুব একটা ভাল যাবে না! সতর্ক থাকতে হবে! চাকরি ভাগ্য মধ্যম! ব্যবসায় লোকসানের ভয়! হিসেব করে খরচ করতে হবে! এই বছরে আর্থিক কষ্ট বাড়বে! তবে হঠাৎ করে বড় সাফল্য আসতে পারে জীবনে! যা ভাগ্য বদলে দেবে! এই অক্ষরের মানুষদের ভক্তি থাকে মনে। ধর্মের প্রতি টান খুব বাড়ে। এঁরাও পরোপকারি হয়ে থাকেন। টাকা পয়সার বিষয়ে খুব একটা লোভ থাকে না। সৎ হন! কিন্তু খুব বদরাগীও হন! photo source collected
advertisement
advertisement
নতুন বছর এঁদের প্রচুর অর্থ যোগ রয়েছে! অনেক টাকা পাবেন। তবে আয় যতই হোক টাকা থাকবে না। আয়ের সঙ্গে ব্যায়ের মাত্রাও বাড়বে। খরচের ক্ষেত্রে ভেবে করুন! এঁরা পরিশ্রম করতে পারেন। ব্যবসায় এঁরা বেশি সাফল্য পান। এই ব্যাক্তিরা যদি কোনও জিনিস করবেন বলে ঠিক করেন তা হলে হাল ছাড়েন না। চাকরিতে উন্নতি হয়। পরিশ্রম করতে ভয় পান না।পরিবারের প্রতিও যথেষ্ট টান থাকে।