TRENDING:

অপেক্ষার অবসান! সেরা ক্যামেরা, অত্যাধুনিক ডিসপ্লে-সহ ভারতে লঞ্চ হল Mi 11 Ultra

Last Updated:

কেমন দেখতে হয়েছে ফোনটি? আসুন জেনে নেওয়া যাক বিশদে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Xiaomi: দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশের বাজারে লঞ্চ করল Xiaomi-র আলট্রা প্রিমিয়াম স্মার্টফোন Mi 11 Ultra। ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ। কেমন দেখতে হয়েছে ফোনটি? আসুন জেনে নেওয়া যাক বিশদে!
দেশের বাজারে লঞ্চ করল Mi 11 Ultra, বিশদে জানুন দাম ও ফিচার!
দেশের বাজারে লঞ্চ করল Mi 11 Ultra, বিশদে জানুন দাম ও ফিচার!
advertisement

প্রথমেই ফোনের ফিচার সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক! Xiaomi Mi 11 Ultra স্মার্টফোনে থাকছে ৬.৮১ ইঞ্চি AMOLED WQHD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ Hz। রেজোলিউশন ৩২০০ X ১৪০০ পিক্সেলস। ফোনের হোল পাঞ্চ কাট আউট ডিজাইন নজর কাড়বে। এই ডিভাইজের IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং ফিচারও যথেষ্ট আকর্ষণীয়। ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর (Qualcomm Snapdragon 888 processor)। রয়েছে Samsung-এর লেটেস্ট ISOCELL GN2 সেন্সর। এক্ষেত্রে ১২ GB+২৫৬ GB স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনের দাম ৬৯,৯৯০ টাকা।

advertisement

ফোনের ক্যামেরা পারফরম্যান্স নজর কাড়বে। সংস্থার দাবি, ফোনের ক্যামেরা DSLR-এর মতো পারফরম্যান্স দিতে সক্ষম। এক্ষেত্রে ফোনে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ। অর্থাৎ ফোনের পিছনে থাকছে OIS সিস্টেম যুক্ত ৫০ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২৮ ডিগ্রি ফিল্ড ভিউ যুক্ত ৪৮ মেগা পিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ১২০x জিজিটাল জুম সম্পন্ন ৪৮ মেগা পিক্সেল টেলিফটো লেন্স। ফোনের সামনের দিকে রয়েছে ২০ মেগা পিক্সেল সেলফি শ্যুটার। এগুলির পাশাপাশি রেয়ার মডিউলে একটি ১.১ ইঞ্চি AMOLED টাচ ডিসপ্লেও রয়েছে। ফোনের ব্যাটারি ব্যাক আপ মন্দ নয়। Mi 11 Ultra ফোনে ব্যাটারির পরিমাণ ৫০০০ mAh। রয়েছে ৬৭ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফোনের কানেক্টিভিটি অপশন যথাযথ। এক্ষেত্রে নতুন Mi 11 Ultra ফোনে থাকছে 5G কানেকশন, ডুয়াল ব্যান্ড Wi-Fi 6 পরিষেবা, ব্লু টুথ v5.2। থাকছে GPS, AGPS সহ NavIC সাপোর্ট। চার্জিংয়ের জন্য রয়েছে USB টাইপ C পোর্ট।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অপেক্ষার অবসান! সেরা ক্যামেরা, অত্যাধুনিক ডিসপ্লে-সহ ভারতে লঞ্চ হল Mi 11 Ultra
Open in App
হোম
খবর
ফটো
লোকাল