TRENDING:

9999666555- এই নম্বরে মেসেজ করছেন বহু মহিলা! কারণ জানলে হা হয়ে যাবেন

Last Updated:

whatsapp: কেন এই নম্বরে মেসেজ করছে এত মহিলা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বহু বছর আগে সুরঞ্জনাকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছিলেন এক কবি, জানতে চেয়েছিলেন "কি কথা তাহার সাথে?" আকাশলীনার কাছ থেকে সেই উত্তর পাওয়া না গেলেও বান্দ্রেওয়ালা ফাউন্ডেশনের কাছ থেকে জবাব এসেছে বিলক্ষণ।
advertisement

তাঁরা জানিয়েছেন যে WhatsApp চ্যাটিংয়ের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরা অনেক এগিয়ে এবং কী কথা তাঁরা বলে থাকেন। কথা হল, বান্দ্রেওয়ালা ফাউন্ডেশন কী করে এই তথ্য পেল? তাহলে কি আমাদের চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপটেড নয়?

আরও পড়ুন- সর্বক্ষণ হাতে স্মার্টফোন? বড়সড় বিপদের আগে জেনে নিন এই পাঁচটি বিষয়

এই জায়গায় এসে উদ্বেগ ঝেড়ে ফেলার পালা, ঠিক যেমনটা করছেন দেশের বহু নারী-পুরুষ। তাঁরা বান্দ্রেওয়ালা ফাউন্ডেশনের হেল্পলাইন নম্বরে চ্যাট করে জানান নিজের মানসিক অসুবিধার কথা।

advertisement

সেই তথ্য নিয়ে পরিসংখ্যানের ভিত্তিতেই সংগঠন জানাচ্ছে যে মহিলারা চ্যাটিংয়ের ক্ষেত্রে পুরুষদের চেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করে থাকেন। এটা তাঁদের মনের কথাকে গোপনীয়তার বর্মে ঢেকে রাখে বলে মনে করেন তাঁরা।

বান্দ্রেওয়ালা ফাউন্ডেশনের সমীক্ষা জানাচ্ছে যে দেশের জনসংখ্যার যুবক-যুবতীরা এই বিষয়ে চ্যাটিংয়ের পথ বেছে নিলেও অপেক্ষাকৃত বয়স্করা টেলিফোনে কথা বলতেই বেশি পছন্দ করেন।

advertisement

যাঁরা চ্যাটের সাহায্য নিয়েছেন, তাঁদের একটা শতাংশভিত্তিক পরিসংখ্যানও তুলে ধরেছে সংগঠন। জানিয়েছে যে ১৮ বছরের কম বয়সীদের মধ্যে ৬৫%, ১৮ থেকে ৩৫ বছর বয়সের ৫০%, ৩৫ থেকে ৬০ বছর বয়সের ২৮.৩% এবং ষাটোর্ধ্ব ৮% মানসিক স্বাস্থ্যের পরিষেবা পেতে WhatsApp ব্যবহার করেছেন। সামগ্রিক ভাবে বিচার করলে দেখা যাচ্ছে যে এই WhatsApp ব্যবহারকারীদের ৫৩% নারী এবং ৪২% পুরুষ।

advertisement

নারীরা কেন বিশেষ করে সংগঠনের WhatsApp পরিষেবা ব্যবহার করেছেন, তার বাস্তব যুক্তিও আছে বইকি! বিশেষ করে যাঁরা মনের কথা বলার জন্য কাউকে পাননি বা অবস্থানগত দূরত্বের জন্য বা আর্থিক কারণে মনোবিদের দ্বারস্থ হতে পারেননি, তাঁরা বেছে নিয়েছেন সংগঠনের এই পরিষেবা।

আরও পড়ুন- দোলে রং খেলার সময়ে মোবাইল কীভাবে সুরক্ষিত রাখবেন, জানুন এই সহজ টিপসগুলি

advertisement

এই প্রসঙ্গে জানিয়েছে বান্দ্রেওয়ালা ফাউন্ডেশন- আমাদের দেশের অনেকেই মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা করার প্রবণতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। সংগঠন এও জানাচ্ছে যে ২০২২ সালে করোনায় যত জনের মৃত্যু হয়েছে, তার চেয়ে দেশে আত্মহত্যার হার ছিল বেশি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, বান্দ্রেওয়ালা ফাউন্ডেশন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে জাতীয় স্তরে পরিষেবা বিনামূল্যে প্রদান করে থাকে। তাদেরই হেল্পলাইন নম্বর 9999666555-এর দ্বারস্থ হয়ে দেশের অনেকেই সুফল পেয়েছেন। তিন মাসের ডেটার ভিত্তিতে এই সমীক্ষা পেশ করেছে সংগঠন।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
9999666555- এই নম্বরে মেসেজ করছেন বহু মহিলা! কারণ জানলে হা হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল