এতদিন যে নামে নিজেদের WhatsApp অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই নামেই WhatsApp Pay ব্যবহার করা যেত। কিন্তু এখন থেকে WhatsApp Pay ব্যবহার করার ক্ষেত্রে ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে নাম রয়েছে, সেই নামই ব্যবহার করতে হবে পেমেন্ট করার ক্ষেত্রে। WhatsApp-এর নতুন ব্যবস্থায় এখন থেকে WhatsApp Pay-এর মাধ্যমে অন্যদের টাকা পাঠালে বা টাকা পেলে সেই নামটাই দেখানো হবে, যে নামে তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে। সুতরাং এ ক্ষেত্রে WhatsApp এ অন্য নামে অ্যাকাউন্ট খোলা থাকলে সেই নাম দেখানো হবে না। WhatsApp ইতিমধ্যেই তাদের পেমেন্ট প্ল্যাটফর্মের এই পরিবর্তন সম্পর্কে নোটিফিকেশন পাঠানো শুরু করেছে। সেই নোটিফিকেশনের সঙ্গে WhatsApp এর তরফে FAQ পাঠানো হচ্ছে, যেখানে পুরো বিষয়টির উল্লেখ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: ব্যারাকপুরের সিনেমা-হলে হঠাৎ জিতু কমল! তারপর যা করলেন দর্শক, ভাবতেও পারবেন না! ভাইরাল ভিডিও
পাশাপাশি WhatsApp এও স্পষ্ট করে জানিয়েছে, ইউজাররা শুধুমাত্র সেই ফোন নম্বর দিয়েই WhatsApp-এর অ্যাকাউন্ট খুলতে পারবেন যে নম্বর ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা রয়েছে। এর ফলে সেই নম্বরের মাধ্যমেই ব্যবহার করা যাবে WhatsApp Pay। এ ক্ষেত্রে WhatsApp Pay-এর মাধ্যমে টাকা পাঠানো হলে অন্য ইউজারারা সেই ইউজারের আসল নাম দেখতে পাবেন অর্থাৎ যে নামে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা রয়েছে।
বর্তমানে ভারতে প্রায় ৪ কোটি মানুষ WhatsApp Pay ব্যবহার করেন। WhatsApp ইতিমধ্যেই তাদের পেমেন্ট ফিচারের জন্য চালু করেছে নতুন একটি অ্যাপ, যা UPI দ্বারা চালিত।