TRENDING:

Vivo T4 5G: দেশের বৃহত্তম ব্যাটারি-সহ চলতি মাসেই লঞ্চ হচ্ছে Vivo T4 5G, জেনে নিন সম্ভাব্য দাম!

Last Updated:

ভারতের বাজারে আসতে চলেছে সবথেকে স্লিম ফোন, Vivo T4 5G-তে থাকতে চলেছে এক অনন্য আকর্ষণীয় ফিচার; জেনে নিন বিশদে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Vivo T4 5G Leaked: ভারতের বাজারে T4 5G লঞ্চ করতে চলেছে Vivo। আর এই ফোনের বিশেষত্ব হল – এর স্লিম প্রোফাইল। কিন্তু মজার বিষয়টা হল, এই ডিভাইসটি স্লিম হলেও এর মধ্যে থাকতে চলেছে ৭৩০০ mAh-এর বড় শক্তিশালী ব্যাটারি। সংস্থার তরফে জানানো হয়েছে যে, এটাই হতে চলেছে স্মার্টফোনের সবথেকে বড় ব্যাটারি। আর মাত্র ০.৭৮৯ সেন্টিমিটার চওড়া Vivo T4 5G-র Emerald Blaze এডিশন এই ক্যাটাগরির সবথেকে স্লিম ফোন হতে চলেছে।
News18
News18
advertisement

এর অন্যতম আকর্ষণীয় ফিচার হল ৭৩০০ mAh ব্যাটারি। যাঁরা বারবার চার্জ না দিয়েই ফোনের লং-লাস্টিং পারফরম্যান্স চান, তাঁদের কথা মাথায় রেখেই এত বড় ব্যাটারি তৈরি করা হয়েছে। আর তার জন্যই BlueVolt অ্যানোড মেটেরিয়াল এবং তৃতীয় প্রজন্ম সিলিকন-সহ নতুন ব্যাটারি প্রযুক্তি আনছে। আসলে আগের প্রজন্মের তুলনায় ১৫.৭ শতাংশ এনার্জি ডেনসিটি বৃদ্ধি করার জন্য এই কম্পোনেন্টগুলি তৈরি করা হয়েছে। যা আরও কমপ্যাক্ট এবং এফিশিয়েন্ট পাওয়ার স্টোরেজ প্রদান করবে।

advertisement

আরও পড়ুন: আর প্রয়োজন হবে না FASTag-এর? ১ মে থেকে লাগু নতুন নিয়ম, চালকদের কী কী বিষয় মাথায় রাখতে হবে? 

গেমিং এবং স্ট্রিমিংয়ের মতো অতিরিক্ত চাপের কাজ চলাকালীন হিট নিয়ন্ত্রণ করতে এবং ব্যাটারির স্থিতিশীলতা বজায় রাখতে T4 5G-তে রাখা হয়েছে Direct Drive Power Supply সিস্টেম। এই প্রযুক্তি সরাসরি ডিভাইসে পাওয়ার প্রদান করবে। হিট বিল্ড-আপ কমাবে এবং এফিশিয়েন্সি বা কার্যকারিতা বৃদ্ধি করবে। এর মধ্যে থার্মাল স্ট্রেস কমাতে এবং ব্যাটারির আয়ু বাড়াতে ট্রিকল চার্জিংও অন্তর্ভুক্ত করা হয়েছে।

advertisement

ব্যাটারির অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে অন্যতম হল – Carbon Nanotube কনডাকশন, Electrode Reshaping এবং Nano Cage Structure। যা সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারি ডিগ্রেডেশনের হার কমিয়ে দেওয়ার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফোনের চার্জিং নিয়ন্ত্রণ করবে Vivo-র 90W FlashCharge সিস্টেম। তাই ফোনে অত্যন্ত দ্রুত চার্জ হয়ে যাবে।

আরও পড়ুন: ৩ স্টার নাকি ৫ স্টার…! কোন AC কিনবেন? কোন এসিতে Bill কম আসবে? কেনার আগে জানুন ছোট্ট এই জিনিস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আসলে যে সমস্ত ব্যবহারকারী লং ব্যাটারি লাইফ বা ব্যাটারির দীর্ঘ আয়ুর উপর জোর দেন, কিংবা এই বিষয়টিকে কম্প্রোমাইজ করতে চান না, তাঁদের জন্যই এই ফিচার এনেছে Vivo T4 5G। যদিও এর কত দাম হতে চলেছে, তা নিশ্চিত ভাবে এখনও জানানো হয়নি সংস্থার তরফে। প্রসঙ্গত আগামী ২২ এপ্রিল ২০২৫ তারিখে বাজারে লঞ্চ হওয়ার কথা রয়েছে Vivo T4 5G স্মার্টফোনের। যাঁরা এই ফোনটি কিনতে চাইছেন, তাঁদের এটি কেনার জন্য Flipkart-এ যেতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vivo T4 5G: দেশের বৃহত্তম ব্যাটারি-সহ চলতি মাসেই লঞ্চ হচ্ছে Vivo T4 5G, জেনে নিন সম্ভাব্য দাম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল