TRENDING:

TVS Motor: অটোতে গাড়ির মতো ফিচার! TVS Motor নিয়ে এল বৈদ্যুতিক তিন চাকার যান TVS King EV MAX, দামও সাধ্যের মধ্যে

Last Updated:

TVS Motor: বৈদ্যুতিক তিন চাকার যাত্রীবাহী যান লঞ্চ করল TVS Motor। মডেলের নাম TVS King EV MAX। এটা শুধু বৈদ্যুতিক নয়, ব্লুটুথ কানেক্টেডও। একেবারে গাড়ির মতো। শহুরে এলাকায় অটোর চলাচল বেশি। সেদিক থেকে পরিবেশবান্ধব এই যান বিপ্লব আনতে চলেছে বলে দাবি সংস্থার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বৈদ্যুতিক তিন চাকার যাত্রীবাহী যান লঞ্চ করল TVS Motor। মডেলের নাম TVS King EV MAX। এটা শুধু বৈদ্যুতিক নয়, ব্লুটুথ কানেক্টেডও। একেবারে গাড়ির মতো। শহুরে এলাকায় অটোর চলাচল বেশি। সেদিক থেকে পরিবেশবান্ধব এই যান বিপ্লব আনতে চলেছে বলে দাবি সংস্থার।
অটোতে গাড়ির মতো ফিচার!
অটোতে গাড়ির মতো ফিচার!
advertisement

TVS King EV MAX-এর লঞ্চ অনুষ্ঠানে TVS Motor-এর কমার্শিয়াল মোবিলিটি বিভাগের বিজনেস হেড রজত গুপ্ত বলেন, “তিন চাকার গাড়ির দুনিয়ায় ব্যাপক ফারাক গড়ে দেবে TVS King EV MAX। শহরের পরিবহন ব্যবস্থার উন্নতি হয়েছে। বিকল্প শক্তির চাহিদাও ক্রমশ বাড়ছে। তাই সব দিক থেকেই আমাদের এই মডেল নতুন মাত্রা যোগ করবে।“

আরও পড়ুনঃ ছোট্ট লবঙ্গতেই কাজ হাসিল! বুলেট গতিতে কমবে ওজন! কীভাবে খাবেন জেনে নিন! ১০ দিনে মডেলের মতো ফিগার

advertisement

সঙ্গে তিনি বলেন, “TVS King EV MAX-এ রয়েছে উন্নত বৈদ্যুতিক প্রযুক্তি। ফলে পরিবেশবান্ধব। যাত্রাও হয় আরামদায়ক। তাছাড়া অন্যান্য সুবিধাও মিলবে। এর দীর্ঘ রেঞ্জ, দ্রুত চার্জিং এবং চমৎকার পারফরম্যান্স যাত্রীদের জন্য সুবিধাজনক তো বটেই, চালকের আয়ও বাড়বে।“

একবার ফুল চার্জে ১৭৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে TVS King EV MAX। মাত্র ২ ঘণ্টা ১৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। সাড়ে ৩ ঘণ্টায় হয় ফুল চার্জ। স্মার্ট ফিচার হিসেবে এতে রয়েছে TVS SmartXonnect™, যা রিয়েল-টাইম নেভিগেশন, অ্যালার্ট এবং যানের সম্পূর্ণ ডায়াগনস্টিকস ফোনেতে জানিয়ে দেয়।

advertisement

Mr. Rajat Gupta, Business Head, Commercial Mobility, TVS Motor Company with the newly launched TVS King EV MAX in Kolkata

advertisement

এতে দেওয়া হয়েছে সেমি মনোকক চেসিস। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৫ মিমি, অর্থাৎ যে কোনও রাস্তায় আরামে চালানো যাবে। চালানোর জন্য তিনটি মোডও দেওয়া হয়েছে—ইকো, সিটি এবং পাওয়ার। এতে টার্ন বাই টার্ন নেভিগেশন, মাইলেজ সাইন, ইনকামিং ফোন নোটিফিকেশন, চার্জিং স্টেশন লোকেটর এবং লাইভ ট্র্যাকিংসহ নিরাপত্তার বিষয়েও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বাজারে পাওয়া যাবে আর মাত্র ১-২ সপ্তাহ! এই শাক ভিটামিনের সিন্দুক! উপকার শুনলে এখনই ছুটবেন কিনতে

advertisement

এতে রয়েছে শক্তিশালী 51.2 V লিথিয়াম আয়ন এলএফপি ব্যাটারি। যা ১১ কিলোওয়াট পাওয়ার এবং ৪০ নিউটন মিটার টর্ক দেয়। গতিবেগ ০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় তুলতে সময় লাগে মাত্র ৩.৭ সেকেন্ড। শহুরে পরিবেশের জন্য একেবারে আদর্শ।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

বর্তমানে উত্তর প্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং পশ্চিমবঙ্গে বিক্রি হচ্ছে TVS King EV MAX। অন্যান্য রাজ্যে কবে থেকে বিক্রি শুরু হবে তা এখনও জানা যায়নি। এর দাম ২,৯৫,০০০ টাকা (এক্স শোরুম)। তিন বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্স এবং ছয় বছরের বা ১.৫ লাখ কিলোমিটার পর্যন্ত (যেটা আগে হবে) ওয়্যারেন্টি সহ পাচ্ছেন গ্রাহক।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
TVS Motor: অটোতে গাড়ির মতো ফিচার! TVS Motor নিয়ে এল বৈদ্যুতিক তিন চাকার যান TVS King EV MAX, দামও সাধ্যের মধ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল